Thursday, August 21, 2025

লাউকুন্ডা মাদ্রাসার ৪টি মেহগনি গাছ বিক্রি ঘিরে বি’তর্ক উঠেছে প্রশ্ন

Date:

Share post:

এমদাদুল হক উপজেলা প্রতিনিধিঃ 
যশোর জেলার মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের লাউকুন্ডা মাদ্রাসার চারটি পুরনো ও মূল্যবান মেহগনি গাছ বিক্রির ঘটনায় সৃষ্টি হয়েছে বিতর্ক। স্থানীয় প্রভাবশালী একটি মহল গোপনে এসব গাছ বিক্রি করেছে বলে অভিযোগ উঠেছে। অথচ এই বিক্রির পেছনে প্রশাসনিক কিংবা বন বিভাগের কোনও সুনির্দিষ্ট অনুমতি ছিল না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এতে করে গাছ কাটাকে ঘিরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী ও সচেতন মহল।
সরেজমিনে গিয়ে জানা যায়, মাদ্রাসা প্রাঙ্গণের গাছগুলো সম্প্রতি কেটে ফেলা হয়েছে। এ বিষয়ে কথা বলতে গেলে লাউকুন্ডা মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা মোশাররফ হোসেন সাংবাদিকদের জানান, “আমরা ভবন নির্মাণের জন্য গাছ বিক্রির সিদ্ধান্ত নিই।
এসি ল্যান্ড স্যার এবং বনবিভাগের এক উর্ধ্বতন কর্মকর্তা এসে আমাদের মৌখিক অনুমতি দেন। তাই আমরা গাছগুলো বিক্রি করেছি।”
তবে এই বক্তব্য সম্পূর্ণরূপে অস্বীকার করেন মনিরামপুরের সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম। তিনি বলেন, “আমি তাদের কাউকে অনুমতি দিইনি। যদি কেউ দাবি করে আমি অনুমতি দিয়েছি, তাহলে তাদেরকে বলুন আমার স্বাক্ষরযুক্ত লিখিত অনুমতিপত্র দেখাক। আমি এই বিষয়ে সম্পূর্ণ অনবগত।”
এদিকে লাউকুন্ডা মাদ্রাসার বর্তমান প্রধান শিক্ষক মাওলানা হাফিজুর রহমান বলেন, “এই ব্যাপারে আমি কিছুই জানি না। কে গাছ বিক্রি করেছে বা কার অনুমতি ছিল, সে বিষয়ে আমাকে কিছুই জানানো হয়নি।
ঢাকুরিয়া ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) মোঃ রফিকুল ইসলাম বলেন, “আমার জানা মতে, এই গাছ কাটার বিষয়ে কোনো বৈধ অনুমতি নেই। তবে এসি ল্যান্ড স্যারের কাছ থেকে যদি কোনো নির্দেশ আসে, তখন আমি পদক্ষেপ নিতে পারব।
গাছের ক্রেতার সঙ্গে কথা বললে প্রথমে তিনি জানান, “আমি ঠিক জানি না, কত টাকায় গাছ কিনেছি।” পরে কিছুটা চিন্তা করে বলেন, “চারটি গাছ ২ লাখ ২০ হাজার টাকায় কিনেছি।
স্থানীয়দের একাংশের অভিযোগ, “সরকারি বা প্রতিষ্ঠানিক গাছ এমনভাবে গোপনে বিক্রি করা দুর্নীতির সামিল। এখানে কোনো টেন্ডার প্রক্রিয়া অনুসরণ করা হয়নি, স্থানীয় জনগণকে জানানো হয়নি, বরং মাদ্রাসার ভবনের কথা বলে প্রভাবশালীরা ব্যক্তিস্বার্থ চরিতার্থ করেছে।
সংশ্লিষ্টদের মতে, এমন ঘটনা ভবিষ্যতে পুনরায় না ঘটে সে জন্য সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। কেউ যদি মিথ্যা তথ্য দিয়ে প্রশাসনের নাম ব্যবহার করে গাছ বিক্রি করে থাকে, তবে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরের নাকোল ইউনিয়ন বিএনপি’র ভোটগ্রহণে নেতা নির্বাচিত

মোঃ এমদাদ মাগুরা: মাগুরা শ্রীপুর উপজেলার ৮ নং নাকোল ইউনিয়ন বিএনপি'র কাউন্সিল নির্বাচন অত্যন্ত আনন্দঘন উৎসব মুখোর পরিবেশে অনুষ্ঠিত...

ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট উদ্যোগে চাকমা বর্ণমালা প্রশিক্ষণ কোর্স শুভ উদ্বোধন

খাগড়াছড়ি প্রতিনিধি: বাংলাদেশের দক্ষিণ-পূর্বাংশে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র জাতিগোষ্ঠী দীর্ঘদিন যাবত বসবাস করে আসছে । তাদের রয়েছে নিজস্ব...

মণিরামপুর ভূমি স”হকারীর কার্যালয় ‎৯ টার অফিস কয়টায় হয় স্ব’ক্রিয় দা”লাল চ’ক্র 

এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ সরকারি সমস্ত দপ্তরের কর্মকর্তা-কর্মচারীর কর্মস্থলে যোগদান সংক্রান্ত বিষয়ে ঘোষিত গেজেট মোতাবেক প্রত্যেক  দপ্তরের প্রধান থেকে...

সিরাজগঞ্জ সলঙ্গায় থানা  ১৬৫ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মা”দক ব্য’বসায়ী গ্রে”ফতার

মোঃ লুৎফর রহমান লিটন, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ এর র‌্যাব-১২,দিকনির্দেশনায় অদ্য ২০ আগস্ট রোজ মঙ্গলবার  ২০২৫  র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস...