Tuesday, July 29, 2025

যশোর রামনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করলেন অনিন্দ্য ইসলাম অমিত

Date:

Share post:

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নে একটি দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

শনিবার, ৩১ মে, সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই ক্যাম্পের শুভ উদ্বোধন করেন জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল আজিজ এবং সঞ্চালনা করেন সদর উপজেলা তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান বাবলু। প্রধান অতিথির বক্তব্যে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষকই ছিলেন না, তিনি ছিলেন জনগণের নেতা। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে মানবসেবার এ ধরনের উদ্যোগ আরও বাড়াতে হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আব্দর খান, সাধারণ সম্পাদক আনজারুল হক খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক ও আরশাফুল ইসলাম মিঠু।

রামনগর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মারুফ হোসেন, সিরাজ মোল্লা, সদস্য সচিব রাজু আহমেদ, মাজহারুল ইসলাম রাজিব, আলমগীর হোসেন আলমসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এছাড়াও যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন রামনগর যুবদলের সভাপতি লিটন সরদার, সাধারণ সম্পাদক আলিমুজ্জামান ডালিম, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন হিমু, ছাত্রদলের সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক শামীম হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহির হোসেন এবং সদস্য সচিব কৃষ্ণপদ বিশ্বাস।

ক্যাম্পে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন বিভাগ থেকে আগত অভিজ্ঞ চিকিৎসকগণ। তাদের মধ্যে ছিলেন মেডিসিন, কিডনি, নিউরো মেডিসিন, হৃদরোগ, বক্ষব্যাধি, চর্মরোগ, শিশু, গাইনী, সার্জারি, অর্থোপেডিক, নাক-কান-গলা, শিশু সার্জারি ও দপ্তরোগ বিশেষজ্ঞরা। উল্লেখযোগ্য চিকিৎসকদের মধ্যে ছিলেন ডা. দেবাশীষ দত্ত, ডা. ওবায়দুল কাদির উজ্জ্বল, ডা. রাশেদ রেজা, ডা. আব্দুল কাদের, ডা. মোশফেক-উর রহমান, ডা. মিঠুন কুমার দে, ডা. নার্গিস আক্তার, ডা. শফিউল আলম, ডা. এস এম শাহাবুল করিম, ডা. তমিজ উদ্দিন শেখ, ডা. মাসফিকুর রহমান স্বপন, ডা. তানভীর হায়দার তমাল ও ডা. শাকিল আহমেদ শুভ্র।

দিনব্যাপী এই ক্যাম্পে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং ওষুধ বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

মনিরামপুরে  মানব পা’চার দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

মেহেদী হাসান নয়ন মনিরামপুর (যশোর): সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় ও উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে আশ্বাস প্রকল্পের আওতায় রূপান্তরের আয়োজনে আজ ২৮...

পাটগ্রামে রক্ত কণিকার উদ্যোগে ১২০০ মিটার ড্রেন পরিস্কার 

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধিঃ  পানি নিস্কাশনের সমস্যা সমাধানে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের হোসনাবাদ এলাকায় রক্ত কণিকা সমাজকল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠন...

অভয়নগরে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোর জেলার অভয়নগর উপজেলায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ( ২৮শে জুলাই) সকাল থেকে...

মনিরামপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

মনিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মনিরামপুরে এসএসসি ও সম্মাননা পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (২৮ জুলাই...