
খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়িতে গরীব ও অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন।
আজ সোমবার সকালে জেলা সদরের পূর্ব শালবন আদর্শ পাড়া প্রাথমিক বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গণে বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন চেয়ারম্যান অংচিংনু মারমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন ধরনে শিক্ষা সামগ্রী বিতরণ করেন তিনি।
এ সময় পূর্ব শালবন আদর্শ পাড়া (প্রাঃ) বিদ্যালয়ে দুঃস্থ ও অসহায় ১ শত ৪০ জন শিক্ষার্থীদের মাঝে গাইড বই ও খাতাও কলম বিতরণ করা হয়।
চেয়ারম্যান অংচিংনু মারমা মারমা বলেন, বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন হলো একটি অরাজনৈতিক সংগঠন। এই সংগঠন কোন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত না, এ সংগঠন হলো মানব সেবার সংগঠন।
এই সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো গরীব, দুঃখী, অসহায়, অনাথ, পিছিয়ে পড়া মেধাবী ছাত্র /ছাত্রীদের নিয়ে কাজ করা। মানুষের কল্যাণে কাজ করে যেতে এই ফাউন্ডেশনের দৃঢ় প্রতিজ্ঞ।
অংচিং নু মারমা তিনি আরো বলেন, এই সংগঠন জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকলের জন্য সাহায্য সহযোগীতার হাত বাড়িয়ে দিয়ে সকলের জন্য কাজ করে যাচ্ছে।
এ সময় বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি হলাপ্রু মারমা, সহ- সভাপতি ম্রাসাচিং মারমা, সাংগঠনিক সম্পাদক মো: করিম, স্কুলের প্রধান শিক্ষক সাজ্জাদুল ইসলাম সাগর, সিনিয়র সহকারী শিক্ষক মিন্টুরানী দাশ, স্কুলের ছাত্র ছাত্রী, শিক্ষার্থীর অভিভাবক, এলাকার গন্যমান্য ব্যক্তিবৃন্দরা উপস্থিত ছিলেন।