
হুমায়ুন কবির, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে ২০২৪-২৫ অর্থ বছরে প্রোগ্রাম্ম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিফ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ এর আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্টিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত ওই অনুষ্টানের উদ্বোধন করেন প্রধান অতিথি কৃষি সম্প্রসারন অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস। পার্টনার কংগ্রেস অনুষ্টানে কালীগঞ্জের কৃষক সংগঠনের প্রতিনিধি, সরকারী কর্মকর্তা, কৃষি উদ্যোক্তা, গণমাধ্যমকর্মী, এনজিও ও শিক্ষকসহ প্রায় শতাধিক প্রতিনিধিগণ অংশ নেন।
কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন, ঝিনাইদহ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক ষষ্টি চন্দ্র রায়।
অনুষ্টানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাহাবুব আলম রনি। এ সময় অতিথিগণ তাদের বক্তব্যে বলেন, কৃষকদের পার্টনার সংগঠনের মাধ্যেমে কৃষি কাজে একত্রিত করা হলে কৃষিতে উন্নয়ন সহজ হবে। ফলে কৃষি ক্ষেত্রে ব্যাপক সাম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে।
কালীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আক্তারুজ্জামান মিয়ার সঞ্চালনায় অনুষ্টানে আরো বক্তব্য রাখেন, পার্টনার কংগ্রেস প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার শেখ সাজ্জাত হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা স ম রাশিদুল ইসলাম, গনমাধ্যমকর্মী সমকাল প্রতিনিধি জামির হোসেন ও এনজিও প্রতিনিধি শিবুপদ বিশ্বাস প্রমুখ।