
মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের সতীঘাটা নতুন বাজারে দিনের বেলায় দোকানের চালের টিন কেটে সংঘবদ্ধ চোরচক্র নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা চুরি করে পালিয়ে গেছে। রবিবার (২৫ মে) দুপুরে এই চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটে।
জানা যায়, সতীঘাটা বাজারের জামান এন্টারপ্রাইজের মালিক সাইফুজ্জামান অপু প্রতিদিনের মতো জোহরের নামাজ শেষে দুপুর ২টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যান। বিকেল ৪টার দিকে দোকানে ফিরে তিনি দেখেন দোকানের চালের টিন কাটা ও ভিতরের মালামাল ছড়ানো ছিটানো অবস্থায় রয়েছে। ক্যাশ বাক্সে রাখা নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি হয়ে যায়।
দুপুর বেলায় টিন কেটে চোরেরা ভেতরে প্রবেশ করে নির্বিঘ্নে টাকা ও মালামাল নিয়ে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
চুরির খবর চারদিকে ছড়িয়ে পড়লে বাজারের অন্যান্য ব্যবসায়ীসহ শত শত মানুষ ভিড় করেন ঘটনাস্থলে। খবর পেয়ে ছুটে আসেন রামনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল আজিজ, সদস্য মাসুদুর রহমান শামিম, জেলা মহিলা দলের নারী ও শিশু বিষয়ক সম্পাদক জাহানারা বেগম, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রামপ্রসাদ রায়, ওয়ার্ড বিএনপির সভাপতি ইব্রাহিম হোসেন, সাধারণ সম্পাদক আবু সাঈদ, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজার রহমান মনুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ঈদুল ফিতরের আগে একই বাজারে একটি দোকানের শাটারের তালা ভেঙে নগদ ৮০ হাজার টাকা ও মালামাল চুরি হয়েছিল। পরপর দুটি ঘটনায় সতীঘাটা বাজারের ব্যবসায়ীরা চরম আতঙ্কে রয়েছেন।
চুরির খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার এসআই জাহিদ ও এসআই দেবাশীষ ঘটনাস্থল পরিদর্শন করেন।