এমদাদুল হক, মনিরামপুর প্রতিনিধি:
যশোর জেলার মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়ন পরিষদে আজ সোমবার সকালে ঈদুল আজহা উপলক্ষে গরিব, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় সরকারি চাউল বিতরণ কার্যক্রম শুরু হয়। সকাল থেকেই ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সুশৃঙ্খল পরিবেশে এ কার্যক্রম পরিচালিত হয়।
এই মহৎ উদ্যোগের গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা পালন করেন ঢাকুরিয়া ইউনিয়ন পরিষদের সচিব অলোক কুমার অধিকারী। শুরু থেকে শেষ পর্যন্ত তিনি তদারকি করেন আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে। উপকারভোগীদের যেন কোনো রকম ভোগান্তি না হয়, তা নিশ্চিত করতে তিনি নিজেই উপস্থিত থেকে সার্বিক দিকনির্দেশনা দেন।
তাঁর সুশৃঙ্খল পরিকল্পনা ও মানবিক মনোভাবের ফলে বিতরণ কার্যক্রমটি স্বচ্ছ, শান্তিপূর্ণ এবং সুন্দরভাবে সম্পন্ন হয়। সচিব ছাড়াও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মহিলা ইউপি সদস্য সোনিয়া বেগম, সাথী বেগমসহ অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ, যারা সক্রিয়ভাবে চাউল বিতরণে সহযোগিতা করেন।
ঢাকুরিয়া ইউনিয়ন পরিষদ দীর্ঘদিন ধরে এলাকাবাসীর পাশে থেকে বিভিন্ন সরকারি সহায়তা নিশ্চিত করে আসছে। বিশেষ করে ঈদ কিংবা দুর্যোগকালীন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে তাদের এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।
সচিব অলোক কুমার অধিকারী বলেন,
“আমাদের মূল লক্ষ্য হলো—প্রত্যেকটি সুবিধাভোগী পরিবার যেন স্বাচ্ছন্দ্যে ও সম্মানের সঙ্গে তাদের প্রাপ্য সহায়তা পায়। সরকারি সহায়তা মানুষের হাতে সঠিকভাবে পৌঁছানো আমাদের কর্তব্য, আর আমরা সেটা পালন করছি আন্তরিকতার সঙ্গে।
স্থানীয়রা জানান, এই কার্যক্রমে ইউনিয়ন পরিষদের শৃঙ্খলা ও মানবিক দৃষ্টিভঙ্গি সত্যিই প্রশংসনীয়। ঈদের সময় এ ধরনের সহায়তা গরিব মানুষের জন্য আশীর্বাদ হয়ে আসে বলেও তারা মন্তব্য করেন।