
এমদাদুল হক ক্রাইম রিপোর্টার মনিরামপুর :
যশোরের মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইস্টেডিয়াম মাঠে একটি চমৎকার ক্রীড়া আয়োজনের সাক্ষী হলো এলাকাবাসী। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হলো ৪ দলীয় ফুটবল টুর্নামেন্ট, যেখানে হাজারো দর্শকের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ ও তার আশপাশের এলাকা।
উক্ত টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশিষ্ট সাংবাদিক ও মনিরামপুর রিপোর্টার্স ক্লাবের সম্মানিত সভাপতি জাকির হোসেন। তার উদ্বোধনের মাধ্যমে এই ক্রীড়া উৎসবের শুভ সূচনা ঘটে।
উপস্থিত ছিলেন ঢাকুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য এবং আগামীর সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী হাজ্জাজ বিন সোলাইমান।
চার দলীয় এই ফুটবল টুর্নামেন্টটি পরিচালনা ও সার্বিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ঢাকুরিয়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবিদুর রহমান টুকুন। তার সঙ্গে সহায়তা করেন ক্রীড়াপ্রেমী ও সমাজসেবকগণ—টুটুল হোসেন, পার্থ, তারেক হোসেন, সুমন চক্রবর্তী, মামুন হোসেন সহ অনেকেই।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ভোজগাতী ফুটবল একাদশ বনাম দেলুয়াবাড়ি ফুটবল একাদশ। উত্তেজনাপূর্ণ এই ম্যাচটি শুরু হয় বিকাল ৫টা ৩০ মিনিটে। মাঠে উপস্থিত দর্শকদের করতালিতে খেলোয়াড়দের মনোবল ছিল চূড়ান্ত পর্যায়ে।
টুর্নামেন্টটি শুধু একটি ক্রীড়া আয়োজন নয়, এটি ছিল এক ধরনের সামাজিক মিলনমেলাও। খেলাধুলার মাধ্যমে এলাকার যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে সুস্থ বিনোদনের বার্তা পৌঁছে দেওয়া সম্ভব—এই টুর্নামেন্ট তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত।