বিক্রম সাগর, রুপডিয়া প্রতিনিধি:
যশোর সদর উপজেলার কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ে তীব্র তাপদাহে অসুস্থ হয়ে পড়ছে একাধিক শিক্ষার্থী। বিদ্যালয়ের টিনশেড শ্রেণিকক্ষগুলো চরম গরমে পরিণত হয়েছে, যেখানে বৈদ্যুতিক সুবিধাও সঠিকভাবে না থাকায় ক্লাস নেওয়া কার্যত অসম্ভব হয়ে পড়েছে।
শিক্ষার্থীদের এই দুর্ভোগ লাঘবে বিদ্যালয়ের সভাপতি প্রভাষক আব্দুল্লাহ আল মামুন ইতোমধ্যে প্রধান শিক্ষকের চাহিদা অনুযায়ী বেশ কয়েকটি ফ্যানের ব্যবস্থা করেছেন। কিন্তু তা সত্ত্বেও টিনশেড কক্ষে পাঠদান কার্যক্রম চালিয়ে যাওয়া অত্যন্ত কষ্টকর ও অস্বাস্থ্যকর।
বিদ্যালয়ে একটি নতুন ভবন নির্মাণ এখন সময়ের দাবি। ছাত্রছাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। দ্রুততম সময়ে একটি পাকা ভবন নির্মাণের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য একটি মানসম্মত শিক্ষার পরিবেশ গড়ে তোলা হোক—এটাই এলাকাবাসীর জোরালো দাবি।