
এমদাদুল হক ক্রাইম রিপোর্টার মনিরামপুর :
যশোরের মনিরামপুর উপজেলার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকুরিয়া কলেজ, যেটি বহু বছর ধরে শিক্ষা, নৈতিকতা এবং সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে নিজেদের সুপ্রতিষ্ঠিত করে তুলেছে। সম্প্রতি এ কলেজের তিনজন মেধাবী শিক্ষার্থী দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কলেজের সুনাম আরও এক ধাপ উজ্জ্বল করেছেন।
এই সাফল্যে কলেজের পক্ষ থেকে তাঁদের ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়। ফুল দিয়ে শুভেচ্ছা জানান কলেজ পরিচালনা পরিষদের সভাপতি, সদ্য দায়িত্বপ্রাপ্ত এডহক কমিটির সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জনাব ফজলুল হক। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কলেজের নিষ্ঠাবান ও দূরদর্শী অধ্যক্ষ বাবু তাপস কুমার কুন্ডু।
এই আয়োজন ছিল আবেগঘন, গর্বিত এবং অনুপ্রেরণামূলক। উপস্থিত ছিলেন মনিরামপুর রিপোর্টার্স ক্লাবের সম্মানিত সভাপতি জনাব জাকির হোসেন, সাংবাদিক মোঃ ইমদাদুল হক সহ কলেজের শিক্ষক-শিক্ষিকা এবং অসংখ্য শিক্ষার্থী।
ঢাকুরিয়া কলেজ শুধু একাডেমিক ফলাফলেই নয়, অবকাঠামোগত ও প্রশাসনিক দিক থেকেও উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে। সদ্য দায়িত্ব নেওয়ার মাত্র ২০-২৫ দিনের মধ্যেই অধ্যাপক ফজলুল হক কলেজ মাঠে ১শত গাড়ি মাটি দিয়ে মাঠ ভরাট ও সুন্দরভাবে ড্রেসিংয়ের ব্যবস্থা করেছেন, যা স্থানীয় মানুষজনের মাঝে প্রশংসিত হয়েছে। এলাকাবাসী তাঁকে একজন সক্রিয়, কর্মঠ ও কলেজবান্ধব নেতৃত্ব হিসেবে বিবেচনা করছেন।
অন্যদিকে, অধ্যক্ষ বাবু তাপস কুমার কুন্ডু তাঁর দীর্ঘ অভিজ্ঞতা, সততা ও নেতৃত্বগুণ দিয়ে কলেজ পরিচালনায় অগ্রণী ভূমিকা রেখে চলেছেন। তাঁর নেতৃত্বেই কলেজটি নিয়মিত পাঠদান, সহ-শিক্ষামূলক কার্যক্রম এবং ফলাফল—সবক্ষেত্রে এগিয়ে চলেছে।
ঢাকুরিয়া কলেজ আজ শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়—এটি এই অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক অগ্রগতির প্রাণকেন্দ্র হয়ে উঠেছে। মফস্বলের ভেতরে এ ধরনের একটি কলেজের এমন অগ্রগতি নিঃসন্দেহে এলাকাবাসীর জন্য গর্বের বিষয়।