এমদাদুল হক, মনিরামপুর (যশোর):
মনিরামপুর উপজেলার জালালপুর গ্রামে পুলিশের নির্ভরযোগ্য সোর্স কামরুল ইসলামের ওপর পরিকল্পিত ও নৃশংস হামলা চালিয়েছে একদল চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদকবিরোধী কর্মকাণ্ডে বাধা দেওয়ায় এই নির্মম হামলার শিকার হন তিনি।
ভোর আনুমানিক ৬টার দিকে নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন কামরুল। সেই সময় কদমবাড়িয়া গ্রামের কুখ্যাত মাদক কারবারি মফিজুরের ছেলে মাসুদ, বিচারক জাকারিয়ার ছোট ভাই আবু সিনহা এবং আরও ৮-৯ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল হঠাৎ ঘরে ঢুকে কামরুলের ওপর বর্বর হামলা চালায়। তারা হাতুড়ি ও লোহার পাইপ দিয়ে তাকে বেধড়ক মারধর করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।
হামলার সময় কামরুলের ঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। সন্ত্রাসীরা দুটি মোবাইল ফোন, নগদ প্রায় ৫০ হাজার টাকা এবং অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নেয়।
পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এই ঘটনার পর পুরো এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয়রা এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
কামরুলের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনার বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মনিরামপুর থানা পুলিশ জানিয়েছে, আসামিদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে জোর তৎপরতা চালানো হচ্ছে।