
মোঃ আরিফুল ইসলাম, রাজাগঞ্জ(মনিরামপুর)
যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ ডিগ্রি কলেজে বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক এবং সাইবার ক্রাইম বিরোধী সচেতনতামূলক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ মে) সকাল ১১টায় কলেজের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। রাজগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুজিবার রহমানের সভাপতিত্বে আয়োজিত এই সভায় শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ গাজী। তিনি বলেন, “বাল্যবিবাহ কেবল একটি পরিবার নয়, পুরো সমাজকে ক্ষতিগ্রস্ত করে। ইভটিজিং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মানসিক বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আর মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।”
ওসি আরও বলেন, “তোমাদের এখনই ঠিক করতে হবে কোন পথে হাঁটবে—আলো না অন্ধকারে। পুলিশের পাশাপাশি সমাজের সবাই এগিয়ে এলে এই সামাজিক ব্যাধিগুলোর বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা সম্ভব।” বিশেষভাবে তিনি সাইবার ক্রাইম ও মাদক প্রসঙ্গে শিক্ষার্থীদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কামাল হোসেন, মনিরামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোতালেব গাজী, সহযোগী অধ্যাপক আমিনুর রহমান, প্রেসক্লাব রাজগঞ্জের সাধারণ সম্পাদক ও খালিদ গ্রুপের ভাইস চেয়ারম্যান জি এম ফারুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, প্রেসক্লাব রাজগঞ্জের সহ-সভাপতি সাংবাদিক রুহুল কুদ্দুস, এরশাদ আলী, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রয়েল, দপ্তর সম্পাদক আল ইমরানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভাজুড়ে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ায় অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত। সভা শেষে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন রাজগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক রফিকুল ইসলাম পাশা।