এমদাদুল হক, মনিরামপুর প্রতিনিধি:
যশোরের মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া বাজারে ১৮ মে (রবিবার) গভীর রাতে একটি দোকানে চাঞ্চল্যকর ও পরিকল্পিত চুরির ঘটনা ঘটেছে। দোকানটির উপরিভাগে থাকা টিনের ছাউনি কেটে চোরেরা ভেতরে প্রবেশ করে এবং সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলে সমস্ত ফুটেজ মুছে দেয়।
চোরেরা দোকানে রাখা ঈদের জন্য মজুত সিগারেট, ইলাস, ফল, লবঙ্গ, জিরা সহ বিভিন্ন মূল্যবান পণ্য চুরি করে নিয়ে যায়। এতে দোকান মালিক মোঃ সাদেক হোসেনের প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
দোকান মালিক বলেন, “এটা শুধুমাত্র চুরি নয়, এটি একটি পরিকল্পিত অপরাধ। সিসিটিভি ভাঙা ও ফুটেজ মুছে ফেলার ঘটনা থেকেই স্পষ্ট বোঝা যায়, অপরাধীরা জানতো এখানে নজরদারির ব্যবস্থা রয়েছে। অথচ বাজারের প্রহরীরা কিছুই বুঝতে পারেনি।”
এই ঘটনায় বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। অনেকেই রাতের প্রহরীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।
ঘটনার পর মনিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পরবর্তীতে থানার এএসআই শহীদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জানান, “ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে, দোষীদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে দোকান মালিক অভিযোগ করেছেন, বাজার বণিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক ঘটনাস্থলে এলেও কোনো সহানুভূতি বা আশ্বাস না দিয়েই চলে যান। তিনি বলেন, “বিপদের সময় যদি সাহায্য না পাই, তাহলে প্রহরীদের বেতন দিয়ে লাভ কী?”
ঘটনার পর বাজারজুড়ে ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। তারা দ্রুত তদন্ত ও দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।