লিটন সরকার, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
রৌমারীতে মৃত তিনজন প্রবাসী কর্মীর পরিবারকে ৩ লক্ষ টাকা করে সরকারি আর্থিক অনুদানের চূড়ান্ত তদন্ত সম্পন্ন হয়েছে।
শনিবার দুপুর ২টার দিকে রৌমারী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই তদন্ত কার্যক্রম পরিচালনা করেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের রংপুর আঞ্চলিক অফিসের সহকারী পরিচালক আতাউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা নির্বাহী অফিসার উজ্জল কুমার হালদার।
রাজিবপুর উপজেলার বালিয়ামারী গ্রামের মৃত প্রবাসী আনিসুর রহমানের পরিবার থেকে উপস্থিত ছিলেন তাঁর বাবা, মা, স্ত্রী ও কন্যা। রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের খনজনমারা গ্রামের মৃত প্রবাসী আলী রেজার পরিবার থেকে উপস্থিত ছিলেন তাঁর বাবা, স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র। একই উপজেলার সদর ইউনিয়নের গোয়াল গ্রামের মৃত প্রবাসী মনজিল হোসেনের পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন তাঁর বাবা ও মা। তিনজনই সৌদি আরবে কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করেন।
তদন্ত শেষে সহকারী পরিচালক আতাউর রহমান জানান, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কর্তৃক বৈধভাবে বিদেশগমনকারী মৃত কর্মীর পরিবার এই আর্থিক অনুদানের আওতায় আসে। যারা ছুটিতে এসে দেশে মৃত্যুবরণ করেছেন, তাঁরাও এই সুবিধা পাবেন। এছাড়াও, ডায়াসপোরা কর্মীরা যারা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য হয়েছেন এবং বৈধভাবে কর্মরত ছিলেন, এমনকি যাদের কাগজপত্র বৈধ না হলেও তারা সঠিক প্রক্রিয়ায় বিদেশে কাজ করছিলেন, তারাও এই অনুদান পেতে পারেন।
আতাউর রহমান আরও বলেন, এই অর্থ পুরোপুরি সরকারি খরচে প্রদান করা হচ্ছে, কারও কোনো ধরনের অবৈধ লেনদেনে জড়ানোর প্রয়োজন নেই। তিনি সকল পরিবারকে সতর্ক করে বলেন, কেউ যেন প্রতারিত না হয় বা ঘুষ লেনদেন না করে।