Wednesday, July 30, 2025

মনিরামপুরে হতদরিদ্র কৃষকের পোষা গরু চু”রি গরু আনতে গিয়ে খালি রশি হাতে ফিরলেন স্ত্রী

Date:

Share post:

এমদাদুল হক মনিরামপুর প্রতিনিধিঃ

যশোরের মনিরামপুর উপজেলার ৫ নম্বর হরিদাসকাটি ইউনিয়নের হাজরাইল গ্রামে এক হতদরিদ্র কৃষকের পোষা গরু চুরি হয়েছে। এই চুরির ঘটনায় গোটা পরিবারে নেমে এসেছে চরম হতাশা ও কান্না।

শনিবার, ১৮ মে ২০২৫ ইং তারিখে দুপুর আনুমানিক ১টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে কাটাখালী ব্রিজের পশ্চিম মাথায়।

জানা গেছে, ওই গ্রামের বাসিন্দা রবিউল ইসলাম (৫০) একজন হতদরিদ্র কৃষক। সংসারে অর্থনৈতিক অভাব অনটনের মাঝেও খুব যত্ন করে পালন করছিলেন একটি সাদাকালো বাছুর। পরিবারে এই একটি গরুই ছিল একমাত্র সম্বল। গরুটি প্রায় দেড় থেকে দুই বছর বয়সী, সুস্থ সবল এবং বিক্রিযোগ্য হয়ে উঠছিল। সামনে কোরবানির ঈদ উপলক্ষে সেটি বিক্রি করে কিছুটা স্বস্তি ফিরবে—এমন আশায় বুক বেঁধেছিল পরিবারটি।

শনিবার দুপুরে রবিউল ইসলাম তার পোষা গরুটি বাড়ির পাশে কাটাখালী ব্রিজের পশ্চিম পাশে রাস্তার ধারে একটি গাছে রশি দিয়ে বেঁধে রাখেন। এরপর তিনি কিছুক্ষণের জন্য বাড়িতে আসেন। কিছু সময় পর গরুটি বাড়িতে নিয়ে আসার জন্য তার স্ত্রী সেখানে গেলে দেখতে পান, গরু নেই—শুধু পড়ে আছে খালি রশি।

এ দৃশ্য দেখে হতভম্ব হয়ে যান তিনি। খালি হাতে ফিরে এসে কান্নায় ভেঙে পড়েন।

তার চিৎকারে ছুটে আসে আশপাশের মানুষ। এ সময় এক প্রত্যক্ষদর্শী জানান, কিছুক্ষণ আগে একটি ইজিবাইকে করে কাউকে ওই জায়গা থেকে গরু নিয়ে যেতে দেখা গেছে।

রবিউল ইসলামের স্ত্রী চোখের জল মুছতে মুছতে বলেন, “আমরা গরুটা অনেক কষ্টে পালন করছিলাম। বাচ্চাদের মুখে একটু হাসি ফোটাতে চেয়েছিলাম। এখন তো সব শেষ হয়ে গেল। আর কিছুই নেই আমাদের।”

এই ঘটনায় এলাকায় গভীর সমবেদনা ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরা জানান, রবিউল ইসলাম একজন সৎ, পরিশ্রমী মানুষ। দিনমজুরির পাশাপাশি গরুটি লালন-পালন করছিলেন একটু স্বচ্ছলতার আশায়। কিন্তু চুরির এই ঘটনায় তাদের সেই স্বপ্ন আজ ভেঙে চুরমার।

এ পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি, তবে পরিবারটি প্রশাসনের কাছে গরুটি ফিরে পেতে সাহায্য কামনা করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

অভয়নগরে ডিএনসির অ’ভিযান আ’টক-৩

বিশেষ প্রতিনিধিঃ যশোরের অভয়নগর উপজেলার একাধিক মাদক স্পটে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি'র) সদস্যরা। এসময় ৫০ পিস ইয়াবা...

রংপুরে হয়’রানিমূ’লক মা’মলা প্র’ত্যাহারের দা’বিতে স্মারকলিপি প্রদা’ন

আবু শাহান সেলিম মিয়া, রংপুর: প্রগতিশীল আন্দোলনের নেতা ও কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল ওয়াহেদ মিঞাসহ...

কুয়াদা প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁ’কিপূর্ণ গাছের নিচে চলছে পাঠদান আ’তঙ্কে শিক্ষার্থী-অভিভাবকরা

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার কুয়াদা সিরাজসিঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনের ছাদে বড় বড় ঝুঁকিপূর্ণ...

নড়াইলে জুলাই বিপ্লবকে ক’টুক্তি করে ফেসবুকে পোস্ট ইউনিয়ন ছাত্রলীগ নেতা আ’টক

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে জুলাই বিপ্লবকে নিয়ে ফেসবুকে কটুক্তি করে পোস্ট করায় শাহ্ আলম নামের  এক ছাত্রলীগ...