Friday, August 22, 2025

মণিরামপুর তালপুকুরে জমকালো ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

Date:

Share post:

ইমদাদুল  হক, মণিরামপুর প্রতিনিধি:

যশোরের মণিরামপুর উপজেলার কাশিপুর তালপুকুর মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। শত বছরের ঐতিহ্য বহনকারী এ প্রতিযোগিতাকে কেন্দ্র করে মাঠের দু’পাশ জুড়ে ভিড় জমায় হাজার হাজার উৎসুক জনতা। নারী-পুরুষ, শিশু-বৃদ্ধসহ আগত দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে আয়োজক কমিটির পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করে মণিরামপুর থানা পুলিশ। সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী।

শনিবার ১৭ মে বিকেল ৪টায় শুরু হওয়া এ প্রতিযোগিতায় অংশ নেয় ১৩টি বাহারী নামের ঘোড়া ও সাওয়ারি। অংশগ্রহণকারী দলগুলো আসে পার্শ্ববর্তী জেলা ও উপজেলা — নড়াইল, বাঘারপাড়া, অভয়নগর, তালা প্রভৃতি স্থান থেকে। ঘোড়াগুলোর নাম ছিলো রকেট, আল্লাহ ভরসা, আল্লার দান, আশার আলো, পঙ্কিরাজ, পাখি, সুলতান আলীবাবা, বিদ্যুৎ, লালচাঁদসহ আরও অনেক।

প্রতিযোগিতার সময় নির্ধারিত থাকলেও সকাল থেকেই দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। প্রাণবন্ত এ আয়োজনকে ঘিরে ছিলো যেন উৎসবের আমেজ।

ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করেন কাশিপুর তালপুকুর মাঠ কমিটি। সভাপতি মোঃ তরিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আরাফাত হোসেন বাবলার নেতৃত্বে সফলভাবে পরিচালিত হয় এ আয়োজন।

প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ মোঃ ইকবাল হোসেন। মঞ্চে উপস্থিত থেকে প্রতিযোগিতা উপভোগ করেন তার সহধর্মিণী মেরী ইকবাল ও ছেলে হাসাইন ইকবাল সানি।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর খেদাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আজিবার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম, মাহবুবুর রহমান নাজিম, বিএনপি নেতা আলমগীর সিদ্দিক, আবু হানিফাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজক কমিটির সভাপতি মোঃ তরিকুল ইসলাম বলেন, “আমার ছোটবেলা থেকেই দেখে আসছি এই মাঠে ঘোড়দৌড় হয়। ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখে আমরা প্রতিবছরই আয়োজন করে থাকি। কিছু বছর বন্ধ থাকলেও এখন আবার নিয়মিত আয়োজন করছি। ইনশাআল্লাহ সামনেও এই আয়োজন চলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

যশোরে স্ব”র্ণের বার”সহ পা”চারকা”রী আ”টক

যশোরে স্ব"র্ণের বার"সহ পা"চারকা"রী আ"টক সোহেল রানাঃ যশোরে ৫৮৫ গ্রাম ওজনের ৫পিস স্বর্ণের বারসহ রুবেল হোসেন (৩৪) নামে এক...

রামনগর ইউনিয়ন পরিষদের জেলা প্র”শাসকের প্রতিনিধি দলে প’রিদর্শন

মোঃ ওয়াজেদ আলী,  স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলা রামনগর ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিস যশোর জেলা প্রশাসকের প্রতিনিধিরা ঘটনাস্থান...

আবারও অসুস্থ হান্নান, বাঁচতে সহযোগিতার আহবান, বিকাশ নাম্বর ০১৯৮২৪৬০৭৬২ নগদঃ ০১৭৮৯৫৫৭০০৪

নিউজ ডেক্স: আবারও অসুস্থ হান্নান, বাঁচতে সহযোগিতার আহবান মোঃ আব্দুল হান্নান (২৭), পিতা মোঃ দেলোয়ার, গ্রাম+ডাকঃ হেলাঞ্চী, মনিরামপুর,যশোর থাকেন...

অভয়নগরে প্র”তিব”ন্ধী ভ্যানচালক লিমন হ/ত্যার মূল র”হস্য উ”দঘা”টন, গ্রে”ফ’তা”র ৪

অফিস ডেস্ক: যশোরের অভয়নগরে প্রতিবন্ধী ভ্যানচালক লিমন শেখ (২৬) হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় মূল আসামীসহ...