Sunday, May 18, 2025

নড়াইলে জেল থেকে জমিনে মুক্তি পেয়ে প্রতিপক্ষের বাড়ি ভাংচুর লুটপাট

Date:

Share post:

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইল কালিয়া উপজেলার বাবরা হাচলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে চাঞ্চল্যকর ফরিদ হত্যা মামলার আসামিরা জামিনে বের হয়ে প্রতিপক্ষের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়,গত ১১ এপ্রিল কাঞ্চনপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় মিলন মোল্যা পক্ষের সঙ্গে সংঘর্ষে জড়ান পিকুল শেখ ও আফতাব মোল্যা পক্ষ। এতে পিকুল পক্ষের ফরিদ মোল্যা (৫০) নিহত হন। এ ঘটনায় প্রতিপক্ষ মিলনদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের হয়। এরপর আসামি পক্ষের লোকজনদের ঘরবাড়ি ঘরবাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে ওইদিন রাতেই।

এ ঘটনায় আফতাব পক্ষের লোকজনকে আসামি করে মামলা দায়ের হয়। পাল্টাপাল্টি মামলার পর এলাকা যখন উত্তপ্ত, তারই মাঝে গত ২৯ এপ্রিল ফরিদ হত্যা মামলার ১৮ নম্বর আসামি রফিকুল ইসলামের মরদেহ উদ্ধার হয় প্রতিপক্ষ আফতাব পক্ষের একজনের বাড়ির পাশ থেকে। পরে রফিকুলকে হত্যা করা হয়েছে দাবি করে আফতাব পক্ষের লোকজনকে অভিযুক্ত করে আরেকটি মামলা করেন তাঁর মা।

এদিকে মিলন মোল্যার লোকজন জামিনে বের হয়ে এসে রাশেদা বেগম, লিজা খানম, রেবেকা খানম, নিয়ামত মোল্যাসহ অন্তত ৩০ টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়।

ভাংচুরে ক্ষতিগ্রস্ত বৃদ্ধা রাশেদা বেগম বলেন, বাড়িতে দুই নাতি-নাতনি নিয়ে থাকি। আগে অল্প কিছু ভাঙিছেল, আর কালকে রাত্রে তালা ভাঙে সবকিছু নিয়ে গেছে। ঘরে আর কোনো জিনিস নেই। পানি খাওয়া কলডাও (টিউবওয়েল) খুলে নিয়ে গেছে। ঘরে থাকা কয়ডা চাল, থালবাটিও নিয়ে গেছে। নিয়ামত মোল্যা বলেন,‘আসামিরা জামিনে বের হয়ে এসে আমাদের বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করেছে। আমার এর বিচার চাই।

এদিকে আফতাব পক্ষের লোকজনের অভিযোগ,প্রতিপক্ষ রফিকুলের মরদেহ উদ্ধারের ঘটনায় আফতাব পক্ষের লোকজনের নামে মিথ্যা মামলা দিয়েছে রফিকুলে মা। এছাড়া এই কয়দিনে আফতাব পক্ষের অন্তত ৩০ টি পরিবারের ঘর-বাড়ি ভাঙচুর ও লুটপাট করেছে মিলন পক্ষের লোকজন। গত চারদিনেই আফতাব পক্ষের রাশেদা বেগম, রেবেকা বেগম, শাহাদাত শেখ, আশরাফ মোল্যা, ফারুক মোল্যা, ফিরোজ মোল্যা, খলিল মোল্যাসহ অন্তত ৮-৯ টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট করেছে প্রতিপক্ষের লোকজন।

তাঁদের অভিযোগ, রফিকুলের মরদেহ উদ্ধাররের পর আফতাব পক্ষের রাশেদাসহ কয়েকজনের বাড়িতে দুই দফায় হামলা করেছে মিলন পক্ষের লোকজন। এসময় পানি খাওয়ার টিউবওয়েল ও মটর খুলে নিয়ে গেছে, পুকুরের মাছ পর্যন্ত মেরে নিয়ে গেছে। যাওয়ার এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকিও দেওয়া হয়েছে।

আফতাব পক্ষের রেবেকা বেগম বলেন, গতকালকে ওরা (প্রতিপক্ষ) আমার বুকে ভেলা (দেশীয় অস্ত্র) ধরে বলিছে বাড়ি থেকে নাম। ভয়ে বাড়ি থেকে আমি বের হয়ে গেছি। এরপর আমার ঘরবাড়ি ভাঙচুর করেছে। ঘরে মালমাল যা ছেল, সব নিয়ে গেছে। পুকুরের মাছও ধরে নিয়ে গেছে। বাড়িতে একটু পানি খাওয়ার মত পরিবেশও নেই। এখন এই বাড়িতে থাকার কোনো পরিবেশ নেই। পরের বাড়িতে খাচ্ছি।

তবে এসব অভিযোগ অস্বীকার করছেন প্রতিপক্ষ মিলন মোল্যার লোকজন। তাঁদের দাবি, মারামারিতে ফরিদ মারা যাওয়ার পর আফতাবদের লোকজন আমাদের ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করেছিল, আগুন ধরিয়ে দিয়েছিল। এর কিছুদিন পর আফতাব পক্ষের একজনের বাড়ির পাশ থেকে আমাদের রফিকুলের মরদেহ উদ্ধার হয়। এঘটনায় তাঁদের বিরুদ্ধে রফিকুলে মা বাদি হয়ে একটি হত্যা মামলা করেছেন। রফিকুলের মরদেহ উদ্ধারের পর আফতাব পক্ষের লোকজন নিজেরাই নিজেদের বাড়ি থেকে মালামাল সরিয়েছে। তাঁদের ঘরবাড়ি ভাঙচুর বা লুটপাট আমাদের কেউ করে নি। তাঁদেরকে আমাদের কেউ হুমকিও দিচ্ছে না। তাঁদের করা অভিযোগুলো ভিত্তিহীন।

এবিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন, কাঞ্চনপুরের ঘটনাগুলোতে একাধিক মামলা হয়েছে, সেগুলোর তদন্ত চলছে। এছাড়া কোনো অভিযোগ আসলে যাচাই-বাছাই করে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ওই এলাকার পরিবেশ বর্তমানে ভালো আছে।#
নড়াইল প্রতিনিধি,
১৭-০৫-২০২৫ শনিবার
০১৭১৬২২৫৫১১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

রৌমারীতে ব”জ্রপা’তে প্রাণ হা”রালে’ন ১ যুবক

লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম ) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী সীমান্তে গরু পাচার করতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে শফিক (৩২) নামের...

খুলনা সার্কিট হাউজ ময়দানে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ আজ

এস কে বাপ্পি খুলনা ব্যুরোঃ তরুণদের রাজনৈতিক ভাবনা তুলে ধরতে খুলনায় ছাত্র-যুব ও স্বেচ্ছাসেবক দলের দুটি কর্মসূচি শুক্রবার (১৬...

কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজে এলাকাবাসীর সন্তুষ্টি ৩০টি বেঞ্চ বরাদ্দ

বিক্রম সাগর, রূপদিয়া প্রতিনিধি: কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ডে সন্তুষ্টি প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী। বিদ্যালয়ের সভাপতি...

ধর্ম-দেউল পূ”জায় প্রধান অতিথি আলহাজ্ব এডভোকেট শহীদ ইকবাল হোসেন

এমদাদুল হক মনিরামপুর: ধর্মীয় ভিন্নতা আমাদের পরিচয় হলেও, সম্প্রীতি ও মানবতা আমাদের মিলনের সেতুবন্ধন"—বললেন মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি, যশোর-৫...