
হুমায়ুন কবির কালীগঞ্জ ,ঝিনাইদহ :
ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ে দ্বি- মাসিক সমন্বয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায়ে প্রকল্পের অধীনে কালীগঞ্জ উপজেলা গ্রাম আদালত সক্রিয়করণ কমিটির উদ্যোগে এ দ্বি- মাসিক সমন্বয় সভার আয়োজন করা হয়।
১৫ মে (বৃহস্পতিবার) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে সভাটি শুরু হয়। ঝিনাইদহ গ্রাম আদালতের জেলা ম্যানেজার রহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে যোগ দেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মো. মনিরুজ্জামান এবং সকল ইউনিয়ন পরিষদ থেকে আগত হিসাব সরকারি কাম কম্পিউটার অপারেটরবৃন্দ।
দ্বি- মাসিক সভায় বক্তারা বলেন, প্রাথমিক সাফল্যের কারণেই এটিকে সম্প্রসারণ করার দাবি উঠে, এবং ২০১৬ সালে এর দ্বিতীয় পর্যায়ের যাত্রা শুরু হয়। এখন এ প্রকল্পের তৃতীয় পর্যায় কাজ করার মধ্য দিয়ে আমরা আমাদের সংকল্পই পুন:ব্যাক্ত করছি।
আমাদের লক্ষ্য হলো সারা বাংলাদেশে ৪,৪৫৭ টি ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সক্রিয় করা এবং সেগুলোর কার্যক্রম অব্যহত রাখা, যাতে করে প্রান্তিক জনগণের কণ্ঠস্বর কেবল শোনা-ই যাবে না, বরং সমাজের কোনে কোনে সেই কণ্ঠস্বর প্রতিধ্বনিতও হবে।