
মোঃ রিপন হোসেন, বগুড়া প্রতিনিধি :
বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু বগুড়া করোনেশন ইনস্টিটিউশন অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন। এই উপলক্ষে বুধবার (সন্ধ্যায়) শহর বিএনপির দলীয় কার্যালয়ে ১৬নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, ১৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি হারুনুর রশিদ সাজু, সাধারণ সম্পাদক রাশেদুর রহমান রাশেদ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক এনাম, সহ-সভাপতি আঃ রশিদ, সহ-সাধারণ সম্পাদক আঃ রহিম বাবু প্রমুখ।
নেতৃবৃন্দ হিরুর এ মনোনয়নকে দলের জন্য গর্বের বিষয় বলে অভিহিত করেন এবং তাঁর সফলতা কামনা করেন।