মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি:
শ্রীপুর উপজেলার সাচিলাপুর বাজার সংলগ্নের বাসিন্দা-হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৯৭ এর প্রাক্তন শিক্ষার্থী বিশিষ্ট ব্যাংকার সদ্য মৃত (আশিষ কুমার সাহার মৃতদেহ তার ধর্মীয় রীতি অনুযায়ী চিতার দাহনে ভুমিভূত করা হয়েছে ।
উল্লেখ্য আশীষ কুমার সাহা ১০ মে বুধবার সকাল ৮ টার দিকে বাড়ির পাশে কুড়াল দিয়ে খড়ির চলা ফারেন এ সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে ঘরে ঢুকেই ফ্লরে লুটে পড়েন -প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (দারিয়াপুর) নিলে শারীরিক অবস্থা অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে জরুরী ভাবে মাগুরা সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন- সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ।
মৃত আশিস কুমার সাহাকে তার সনাতন ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে বিকাল ৪ টার সময় তার বসত ভিটার উপর বাবা দাদা পাশে - অন্যান্য খরির সাথে নিজের ফাড়া খড়ি দিয়ে চিতায় দাহন সম্পন্ন করা হয় ।
আশীষ কুমার সাহা এক মেয়ে এক ছেলে মা-বন্ধু বান্ধবী সহ বহু গুণ আগ্রহী দুনিয়াতে রেখে গেছেন ।
আশিষ ছোটবেলা সাচিলাপুর প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণী পাস করে,হার্ট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি - শ্রীপুর ডিগ্রী কলেজ শেষ করে ফরিদপুর রাজেন্দ্র কলেজ থেকে অনার্স কমপ্লিট করেন-পরে ঢাকা কবি নজরুল কলেজ থেকে মাস্টার্স পাশ করে - বাংলাদেশ সোনালী ব্যাংকে অফিসার পদে নিয়োগ পান- প্রথমে শ্রীপুর উপজেলা শাখায় - পরবর্তীতে তিনি মাগুরা সোনালী ব্যাংক প্রধান শাখায় ক্যাশিয়ার সিনিয়র অফিসার পদে কর্মরত ছিলেন ।
সে ব্যক্তি জীবনে অত্যন্ত সরল সোজা, মানুষের সাথে হাসিমুখি সদালাপী একজন সুযোগ্য ভালো মনের মানুষ ছিলেন- এলাকায় তার সুনাম আকাশ চুম্বে বলে অনেকেই জানান ।
তার অকাল মৃত্যুতে শ্রীপুর ও মাগুরা সোনালী ব্যাংক শাখা-হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের এলামনাই এসোসিয়েশন সংগঠন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ও প্রাক্তন সকল শিক্ষার্থী গণ, সাচিলাপুর বাজারের সকল ব্যবসায়ী, ইসলামী ব্যাংক সাচিলাপুর শাখা, কৃষি ব্যাংক সাচিলাপুর শাখা, ব্যারাক ব্যাংক সাচিলাপুর শাখা সহ এলাকার সর্বস্তরের মানুষ গভীরভাবে শোক প্রকাশ করেছেন বলে জানা গেছে ।