বিক্রম সাগর, রুপদিয়া প্রতিনিধি:
কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি প্রভাষক আব্দুল্লাহ আল মামুন। শিক্ষার্থীদের হাতে উপকরণ তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন অভিভাবক তৌহিদুল ইসলাম, সাহেব আলী ও আলমগীর মাস্টার।
সভাপতি প্রভাষক মামুন বলেন, "বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে সকলের সহযোগিতা প্রয়োজন।" তিনি আরও জানান, দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই বিদ্যালয়ে ইতোমধ্যে ১১টি ফ্যান, ইউনিয়ন পরিষদের সহযোগিতায় সচিবের মাধ্যমে ২০টি বেঞ্চ এবং বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় পাঠ্যবই প্রদান করা হয়েছে।
বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তাঁর এই উদ্যোগ এলাকাবাসী ও অভিভাবকমহলের প্রশংসা কুড়িয়েছে। তারা এই ধরনের কার্যক্রমকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ রকম সহযোগিতামূলক ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান।
বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবক সমাজ সকলকে ধন্যবাদ জানান, যারা এই কার্যক্রমে সহায়তা করেছেন। শেষে প্রভাষক আব্দুল্লাহ আল মামুন সকল শিক্ষানুরাগী, সমাজসেবক ও এলাকাবাসীকে বিদ্যালয়ের উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানান।