
হুমায়ুন কবির, কালীগঞ্জ,ঝিনাইদহ :
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ড্রাগন ফল চাষে অননুমোদিত হরমোন ও রাসায়নিক ব্যবহারের ক্ষতি এবং নিরাপদ উপায়ে ড্রাগন ফল উৎপাদন ও বাজারজাতকরণে করণীয় শীর্ষক ড্রাগন ফল চাষীদের সাথে মতবিনিময় সভা আয়োজন করা হয় ।
৮ মে বিকালে উপজেলার বালিয়াডাঙ্গায় মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। তো মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (মনিটরিং ও বাস্তবায়ন) জনাব ড. মো: জামাল উদ্দিন,বিশেষ অতিথি হিসেবে এই সময় আরো উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ষষ্টি চন্দ্র রায়, কালিগঞ্জ উপজেলা কৃষি অফিসার মো: মাহবুব আলম রনি, কৃষি সম্প্রসারণ অফিসার মো: আক্তারুজ্জামান মিয়া,উপসহকারী কৃষি কর্মকর্তা জহুরুল হক। এসময় কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলার প্রায় শতাধিক ড্রাগনফল চাষী উদ্যোক্তাবৃন্দ উক্ত অনুষ্ঠানের যোগদান করেন।