
ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
যশোর জেলার মণিরামপুর উপজেলার ভোজগাতি ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে মানবাধিকার সুরক্ষা দল (সিএসও)-এর ত্রৈমাসিক সভা। নেটজ বাংলাদেশ ও বিএমজেড এর সহায়তায় আয়োজিত এই সভার মূল লক্ষ্য ছিল প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে নারী ও কিশোরীদের মানবাধিকার উন্নয়ন।
বৃহস্পতিবার (৮ মে) সকালে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের ইউপি সচিব তাসলিমা আক্তার। উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান আব্দুল আলিম, ইউপি সদস্য সাইফুল ইসলাম, রেজাউল করিম, শরিফুল ইসলাম, মফিজুর রহমান বাবু, সংরক্ষিত ইউপি সদস্য বিউটি রানী দাস ও পারভিন সুলতানা। এছাড়া গ্রাম পুলিশ সদস্য আব্দুল মালেক, আনিসুর রহমান, সুমন দাস ও মনিরুল ইসলামসহ মানবাধিকার সুরক্ষা দলের অন্যান্য সদস্যগণ অংশগ্রহণ করেন।
সভাটি পরিচালনা করেন রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশ (রিইব) এর এলাকা সমন্বয়কারী খালিদ হাসান। এসময় হোপ প্রকল্পের সহকারী নয়ন দাসও উপস্থিত ছিলেন।
ত্রৈমাসিক এই সভায় বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত করা হয়, যা ভবিষ্যতে উপজেলা প্রশাসনের সাথে সংলাপের মাধ্যমে সমাধানের রূপরেখা তৈরি করা হবে। সভায় সদস্যরা পর্যায়ক্রমে তাদের মতামত প্রদান করেন এবং সভাটি ছিল অর্ধদিবসব্যাপী।