
মেহেদী হাসান নয়ন হরিদাস কাটি প্রতিনিধিঃ
যশোরে জলবায়ু সহনশীল গ্রামীণ সড়ক অবকাঠামো সম্পর্কে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ই মে) দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) যশোরের আয়োজনে ও পল্লী সংযোগ উন্নয়ন প্রকল্প (আরসিআইপি) এর অর্থায়নে , যশোর সদর উপজেলার পরিষদের হলরুমে, উপজেলা চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য এবং স্থানীয় স্ট্যাকহোল্ডারদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।
যশোর এলজিইডির এক্সেন আহমেদ মাহবুব রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী সোহানুর রহমান, এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলার প্রকৌশলী আসিফ রেজা সহ আরও অনেকে।
এ সময় বর্তমান আবহাওয়া ও জলবায়ু সহনশীল গ্রামীণ সড়ক অবকাঠামো সম্পর্কে বিভিন্ন সচেতনতামূলক দিক সম্পর্কে আলোচনা করা হয়।