
এক ফোঁটা আশা
চম্পা বিশ্বাস
অসুস্থ শরীরে জেগে থাকে মন
ঘরের কোনে নীরবতা থাকে সারাক্ষণ।
চোখের কনায় ধোঁয়া জমে
শরীর বলে “থেমে যাও”
তবু মন বলে চলো ঘরের কোণে,
কিছু না বলার বেদনা বুকে নিয়ে
লুকিয়ে রাখি বালিশের কোণে।
জ্বরের মতো গড়িয়ে পড়ে দিন
নরম কাঁথায় কেঁপে ওঠে ঘুমের চিহ্ন,
ডাক্তারের কাগজে শুধু নাম
বুকের ভেতর অজস্র স্বপ্ন হয়ে যায় ছিন্ন-বির্ন।
ব্যথা যখন ছায়া হয়ে নামে
চোখে দেখি এক ফোঁটা আশা,
আলো হয়ে পাশে এসে নিবে যায়
হারিয়ে যায় স্মৃতির ভালোবাসা।
আমি জানি কেটে যাবে অন্ধকার
এই অসুখ একদিন চলে যাবে,
ক্ষনিকের তরে হয়ত তুমি আছো দূরে
তবে আছে বিশ্বাস একদিন তুমি ফিরবে।
অসুস্থ শরীরে জেগে থাকে মন
ঘরের কোনে নীরবতা থাকে সারাক্ষণ।
চোখের কনায় ধোঁয়া জমে
শরীর বলে “থেমে যাও”
তবু মন বলে চলো ঘরের কোণে,
কিছু না বলার বেদনা বুকে নিয়ে
লুকিয়ে রাখি বালিশের কোণে।
জ্বরের মতো গড়িয়ে পড়ে দিন
নরম কাঁথায় কেঁপে ওঠে ঘুমের চিহ্ন,
ডাক্তারের কাগজে শুধু নাম
বুকের ভেতর অজস্র স্বপ্ন হয়ে যায় ছিন্ন-বির্ন।
ব্যথা যখন ছায়া হয়ে নামে
চোখে দেখি এক ফোঁটা আশা,
আলো হয়ে পাশে এসে নিবে যায়
হারিয়ে যায় স্মৃতির ভালোবাসা।
আমি জানি কেটে যাবে অন্ধকার
এই অসুখ একদিন চলে যাবে,
ক্ষনিকের তরে হয়ত তুমি আছো দূরে
তবে আছে বিশ্বাস একদিন তুমি ফিরবে।