Tuesday, November 4, 2025

এক ফোঁটা আশা

Date:

Share post:

এক ফোঁটা আশা
চম্পা বিশ্বাস

অসুস্থ শরীরে জেগে থাকে মন
ঘরের কোনে নীরবতা থাকে সারাক্ষণ।
চোখের কনায় ধোঁয়া জমে
শরীর বলে “থেমে যাও”
তবু মন বলে চলো ঘরের কোণে,
কিছু না বলার বেদনা বুকে নিয়ে
লুকিয়ে রাখি বালিশের কোণে।

জ্বরের মতো গড়িয়ে পড়ে দিন
নরম কাঁথায় কেঁপে ওঠে ঘুমের চিহ্ন,
ডাক্তারের কাগজে শুধু নাম
বুকের ভেতর অজস্র স্বপ্ন হয়ে যায় ছিন্ন-বির্ন।

ব্যথা যখন ছায়া হয়ে নামে
চোখে দেখি এক ফোঁটা আশা,
আলো হয়ে পাশে এসে নিবে যায়
হারিয়ে যায় স্মৃতির ভালোবাসা।

আমি জানি কেটে যাবে অন্ধকার
এই অসুখ একদিন চলে যাবে,
ক্ষনিকের তরে হয়ত তুমি আছো দূরে
তবে আছে বিশ্বাস একদিন তুমি ফিরবে।

অসুস্থ শরীরে জেগে থাকে মন
ঘরের কোনে নীরবতা থাকে সারাক্ষণ।
চোখের কনায় ধোঁয়া জমে
শরীর বলে “থেমে যাও”
তবু মন বলে চলো ঘরের কোণে,
কিছু না বলার বেদনা বুকে নিয়ে
লুকিয়ে রাখি বালিশের কোণে।

জ্বরের মতো গড়িয়ে পড়ে দিন
নরম কাঁথায় কেঁপে ওঠে ঘুমের চিহ্ন,
ডাক্তারের কাগজে শুধু নাম
বুকের ভেতর অজস্র স্বপ্ন হয়ে যায় ছিন্ন-বির্ন।

ব্যথা যখন ছায়া হয়ে নামে
চোখে দেখি এক ফোঁটা আশা,
আলো হয়ে পাশে এসে নিবে যায়
হারিয়ে যায় স্মৃতির ভালোবাসা।

আমি জানি কেটে যাবে অন্ধকার
এই অসুখ একদিন চলে যাবে,
ক্ষনিকের তরে হয়ত তুমি আছো দূরে
তবে আছে বিশ্বাস একদিন তুমি ফিরবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

অবশেষে শার্শার-১ আসনে বিএনপির প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি

মোঃ শাহারুল ইসলাম রাজ, স্টাফ রিপোর্টার: ৮৫ যশোর-১ শার্শা আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও...

ডায়মন্ড হারবার জেলা আদালতে রিপেয়ারিং ও রঙ্গ করা নিয়ে ব্যাপক দুর্নী”তির অভি”যোগ বারের

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: আজ দুপুরে পশ্চিম বাংলার ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক ডায়মন্ড হারবার জেলা আদালতের বিল্ডিং এর...

বগুড়ায় হাইওয়ে পুলিশের অ”বৈধ গাড়ি পার্কিং এর বি”রুদ্ধে বিশেষ অভি”যান

রিপন বগুড়া জেলা প্রতিনিধি: জনসচেতনতা বাড়াতে ও দূর্ঘটনা এড়াতে বগুড়া হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। আজ রবিবার...

দুর্গম প্রত্যন্ত গ্ৰাম লাংগি পাড়া ধাম্মারাক্ষিতা বৌদ্ধ বিহার ৫০ তম দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

ক্যহলাচিং মারমা, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি: গুইমারা উপজেলার দূর্গম প্রত্যন্ত গ্রাম লাংগি পাড়া ধাম্মারাক্ষিতা বিহারে ৫০ তম দানোত্তম কঠিন চীবর...