Sunday, September 14, 2025

এক ফোঁটা আশা

Date:

Share post:

এক ফোঁটা আশা
চম্পা বিশ্বাস

অসুস্থ শরীরে জেগে থাকে মন
ঘরের কোনে নীরবতা থাকে সারাক্ষণ।
চোখের কনায় ধোঁয়া জমে
শরীর বলে “থেমে যাও”
তবু মন বলে চলো ঘরের কোণে,
কিছু না বলার বেদনা বুকে নিয়ে
লুকিয়ে রাখি বালিশের কোণে।

জ্বরের মতো গড়িয়ে পড়ে দিন
নরম কাঁথায় কেঁপে ওঠে ঘুমের চিহ্ন,
ডাক্তারের কাগজে শুধু নাম
বুকের ভেতর অজস্র স্বপ্ন হয়ে যায় ছিন্ন-বির্ন।

ব্যথা যখন ছায়া হয়ে নামে
চোখে দেখি এক ফোঁটা আশা,
আলো হয়ে পাশে এসে নিবে যায়
হারিয়ে যায় স্মৃতির ভালোবাসা।

আমি জানি কেটে যাবে অন্ধকার
এই অসুখ একদিন চলে যাবে,
ক্ষনিকের তরে হয়ত তুমি আছো দূরে
তবে আছে বিশ্বাস একদিন তুমি ফিরবে।

অসুস্থ শরীরে জেগে থাকে মন
ঘরের কোনে নীরবতা থাকে সারাক্ষণ।
চোখের কনায় ধোঁয়া জমে
শরীর বলে “থেমে যাও”
তবু মন বলে চলো ঘরের কোণে,
কিছু না বলার বেদনা বুকে নিয়ে
লুকিয়ে রাখি বালিশের কোণে।

জ্বরের মতো গড়িয়ে পড়ে দিন
নরম কাঁথায় কেঁপে ওঠে ঘুমের চিহ্ন,
ডাক্তারের কাগজে শুধু নাম
বুকের ভেতর অজস্র স্বপ্ন হয়ে যায় ছিন্ন-বির্ন।

ব্যথা যখন ছায়া হয়ে নামে
চোখে দেখি এক ফোঁটা আশা,
আলো হয়ে পাশে এসে নিবে যায়
হারিয়ে যায় স্মৃতির ভালোবাসা।

আমি জানি কেটে যাবে অন্ধকার
এই অসুখ একদিন চলে যাবে,
ক্ষনিকের তরে হয়ত তুমি আছো দূরে
তবে আছে বিশ্বাস একদিন তুমি ফিরবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

রৌমারী নৌ বন্দর ফলুয়ারচর ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার ১ম আসরের শুভ উদ্বোধন

আব্দুল খালেক (রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি): কুড়িগ্রামের ব্রহ্মপুত্র দীতে ৪ দিনব্যাপী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা...

রৌমারী চর শৌলমারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

আব্দুল খালেক রৌমারী ( কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম রৌমারী উপজেলার স্বেচ্ছাসেবক দলের আয়োজনে চর শৌলমারী ইউনিয়ন কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।৪...

খাগড়াছড়িতে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করলেন পার্বত্য জেলা পরিষদ সদস্য কুমার সুইচিংপ্রু সাইন

ক্যহলাচিং মারমা, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি: খাগড়াছড়ি জেলা মানিকছড়ি উপজেলায় সন্তান মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন বীর মুক্তিযোদ্ধা মংরাজা মংপ্রুসাইন বাহাদুর...

নড়াইলে মা”দক বি’রোধী সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি :   নড়াইলে মাদকদ্রব্যের অপব্যবহার রোধ, ক্ষতিকর মাদক নির্মূল এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার...