
মোঃ ইমদাদ, মণিরামপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের মনিরামপুর উপজেলায় লিচুর বিচি গলায় আটকে মায়াজ হাসান নামে দেড় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৫ মে) বিকেল ৫টার দিকে পৌরসভার জুড়ানপুর গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত শিশু মায়াজ জুড়ানপুর কাজী পাড়ার আইনুল হকের ছেলে।
স্বজনরা জানান, বিকেলে বাবার সঙ্গে বসে লিচু খাচ্ছিল শিশু মায়াজ। অসাবধানতাবশত সে একটি লিচুর বিচি মুখে দিলে সেটি গলায় আটকে যায়। মুহূর্তেই শিশুটির মুখ কালো হয়ে যায় এবং শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দেয়। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। কিন্তু পথেই, কুয়াদা বাজার এলাকায় পৌঁছালে শিশু মায়াজ মারা যায়।
শিশুটির বাবা, হোগলাডাঙ্গা কেজি কেএম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, জানান, লিচু খাওয়ার সময় আমার ছেলের গলায় বিচি আটকে যায়।
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দেবাশীষ বিশ্বাস বলেন, শিশুটির গলায় লিচুর বিচি আটকে যাওয়ায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছিল।