
বিক্রম সাগর, রূপদিয়া প্রতিনিধি:
শিক্ষার্থীদের জন্য আরামদায়ক পাঠদানের পরিবেশ নিশ্চিত করতে কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ে ১১টি ফ্যান উপহার দেওয়া হয়েছে। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি প্রভাষক আব্দুল্লাহ আল মামুনের উদ্যোগে ও শিক্ষানুরাগী কয়েকজন মানুষের সহযোগিতায় এই ফ্যানগুলো বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাবা মুসলিমা খাতুনের কাছে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইশারত মোল্যা, অভিভাবক সাহেব আলী, কবির হোসেন, মনিরুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। এই মহৎ উদ্যোগের জন্য প্রভাষক আব্দুল্লাহ আল মামুন ধন্যবাদ জানিয়েছেন যাঁরা এই কাজে সহযোগিতা করেছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: ইঞ্জিনিয়ার সুমন সরকার, ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল সুমন, ইঞ্জিনিয়ার মাহফুজ আহমেদ, ব্যাংকার শাহাবুদ্দিন আহমেদ, অভিভাবক তৌহিদুল ইসলাম, সাহেব আলী এবং রূপদিয়া সিঙ্গার শো-রুমের স্বত্বাধিকারী মো. ইবরাহীম হোসেন।
সভাপতি সকল শিক্ষানুরাগী, সমাজসেবক এবং এলাকাবাসীকে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে পাশে দাঁড়ানোর আহ্বান জানান।