
এমদাদুল হক, মনিরামপুর প্রতিনিধিঃ
মাদকবিরোধী অভিযান জোরদার করেছে যশোরের মনিরামপুর থানা পুলিশ। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক সফল অভিযানে ৩ মে শনিবার দুপুর ১২টার দিকে পাড়িয়ালী গ্রাম থেকে গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে মনিরামপুর থানার এসআই সুজন মাহমুদের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে একটি টিম পাড়িয়ালী গ্রামের মন্ত্রীর মোড়ে অভিযান পরিচালনা করেন। এ সময় ওই এলাকার মাদক ব্যবসায়ী মোঃ ইস্রাফিল (২২) কে হাতেনাতে আটক করা হয়। আটক ইসরাফিল পাড়ালা গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।
তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রয়ের নগদ ২,০৫০ টাকা উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারে জড়িত ছিলো।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, “থানা পুলিশের প্রতিটি সদস্য মাদক নির্মূলে আন্তরিকভাবে কাজ করছে। যেকোনো অপরাধীকে আইনের আওতায় আনতে আমরা বদ্ধপরিকর। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে, মনিরামপুরকে মাদকমুক্ত করা আমাদের অঙ্গীকার।
এদিকে এ ঘটনায় মনিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারনির ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর- ০৪, তারিখ ০৩/০৫/২০২৫। আসামিকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা এএসআই শহিদুল ইসলাম।
স্থানীয় জনগণের মধ্যে পুলিশের এ ধরনের তৎপরতায় স্বস্তি ফিরে এসেছে বলে অনেকে জানিয়েছেন।