খাগড়াছড়ি, প্রতিনিধি:
"শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে" এই প্রতিপাদ্যে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৫ উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সকালে জেলা প্রশাসনের আয়োজনে এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায় খাগড়াছড়ি পৌরটাউন হল প্রাঙ্গণ থেকে একটি র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপারের প্রতিনিধি, বিভাগীয় বন কর্মকর্তা, এনএসআই-এর যুগ্ম পরিচালক, জেলা বিএনপির প্রতিনিধি, খাগড়াছড়ি প্রেসক্লাবের প্রতিনিধি এবং জেলার পরিবহন সেক্টরের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, জেলার পরিবহন ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করতে হলে ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহন শহরে প্রবেশ বন্ধ করা, ফুটপাত দখলমুক্ত রাখা, পর্যটন রোডসহ প্রধান প্রধান সড়ক প্রশস্ত করা এবং একটি আধুনিক বাস টার্মিনাল স্থাপন অত্যন্ত জরুরি। বক্তারা শ্রমিকদের স্বাস্থ্য, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতের বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন।