
মেহেদী হাসান নয়ন, হরিদাসকাটি প্রতিনিধি:
মানব পাচার প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে যশোরে সিভিল সোসাইটি অর্গানাইজেশন (CSO) প্রতিনিধিদের অংশগ্রহণে লার্নিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে যশোরে অনুষ্ঠিত এই সভাটি আয়োজন করে উন্নয়ন সংস্থা রূপান্তর ও রাইটস যশোর। এটি বাস্তবায়িত হচ্ছে সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় এবং উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে পরিচালিত ‘আশ্বাস’ প্রকল্পের আওতায়।
সভায় সভাপতিত্ব করেন রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয়কৃষ্ণ মল্লিক। বিশেষ অতিথি ছিলেন উইনরক ইন্টারন্যাশনালের প্রোগ্রাম অফিসার মাসনুন হক ও সুপ্তি দিব্রা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রূপান্তর, রাইটস যশোর, বাঁচতে শেখা, জাগরণী চক্র ফাউন্ডেশন, জাস্টিস অ্যান্ড কেয়ার, সলিডারিটি সেন্টার বাংলাদেশ, এডোর, ঢাকা আহসানিয়া মিশন, ব্লাস্ট, ধারা, জয়তী সোসাইটি সহ মোট ২৩টি বেসরকারি সংস্থার নির্বাহী ও প্রতিনিধিগণ।
প্রোগ্রামের সঞ্চালনায় ছিলেন রূপান্তরের প্রোগ্রাম অফিসার উজ্জ্বল কুমার পাল। প্রকল্পের বিভিন্ন কার্যক্রম নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন রূপান্তরের প্রজেক্ট কো-অর্ডিনেটর রবিউল ইসলাম বাবু ও রাইটস যশোরের কেস ম্যানেজার কৃষ্ণা সাহা।
সভায় বক্তারা কিভাবে মানব পাচার প্রতিরোধ করা যায়, পাচারের শিকারদের জীবনমান উন্নয়ন এবং তাদের পুনর্বাসনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে আলোচনা করেন। মানব পাচার বিষয়ক সচেতনতা বৃদ্ধির দিকেও জোর দেওয়া হয়।