খাগড়াছড়ি প্রতিনিধি:
আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে তারুণ্যের উৎসবের অংশ হিসেবে এক সেমিনারের আয়োজন করা হয়েছে। সোমবার বিকেলে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী ইনস্টিটিউটের হল রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রুমানা আক্তার।
খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ইনস্টিটিউটের পরিচালক ঞ্যেহ্লা মং সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে ভারপ্রাপ্ত উপপরিচালক জীতেন চাকমা, জেলা গ্রন্থাগার কর্মকর্তা ওয়েন চকমা, নৃত্য শিল্পী সুস্মিতা চাকমা, গণমাধ্যম কর্মী হলাপ্রু মারমা, সমাজ সেবিকা ও শিল্পী চামেলি ত্রিপুরা, ধীনা ড্যান্স একাডেমির পরিচালক ও শিক্ষকা ধীনা ত্রিপুরা প্রমূখ।
সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন নৃত্য শিল্পী সাচিং মারমা।
সেমিনারে বক্তারা বলেন, নৃত্য দর্শককে শুধু বিনোদনই নয়, এটি ভাবনারও খোরাক জোগায়। শুদ্ধ নৃত্যচর্চার মাধ্যমে একটি সুন্দর সুশৃঙ্খল জীবনযাপন করছেন।
নৃত্য এটি সামাজিক এবং সাংস্কৃতিক সচেতনতা বাড়ায়, কারণ নাচের মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যা যেমন: দারিদ্র্য, লিঙ্গ বৈষম্য, পরিবেশগত সংকট ইত্যাদি বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির চেষ্টা করা হয়।
তাছাড়া আকর্ষণীয় এই শিল্পমাধ্যমে ভরতনাট্যম, কত্থক, ওডিশি ও মণিপুরিসহ যুক্ত হয়েছে নতুন মাত্রা। সমসাময়িক নাচের নতুন সব পরিবেশনা, ধারণার পাশাপাশি ছিল এ সেমিনারে।
স্থানীয় নৃত্য শিল্পীরা দাবি তোলেন, পার্বত্য এলাকায় হারিয়ে যাওয়া সংস্কৃতি সংরক্ষণ জন্য জেলার স্থানীয় নৃত্য শিল্পী প্রশিক্ষকদের নিয়ে কর্মশালা করার দাবি তোলেন।
শিল্পীরা জানান, বিশ্ব নাট্য দিবস উপলক্ষে আগামীকাল খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট হল রুমে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।