প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ৭:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৮, ২০২৫, ৮:৪৫ পি.এম
কালীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহের কালিগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম বলেন, মাটি খেকো ও মাদক কারবারি সহ অবৈধ ব্যবসার সাথে উপজেলা প্রশাসনের কোন আপোষ নেই।
এছাড়াও আমরা মাদক নির্মূল করতে প্রতিদিন অভিযান চালাচ্ছি। তিনি আরও বলেন, চিত্রা নদী দখলমুক্ত অভিযানে শিঘ্রই নামবো। উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলামের সভাপতিত্বে এ সময়ে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহিন আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি, উপজেলা সমাজসেবা অফিসার মো. তরিকুল ইসলাম, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা ফারুক হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার রেজাউল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, কালীগঞ্জ থানার (ওসি) শহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ও প্রশাসকগণ, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ।
এছাড়াও সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সেজন্য ব্যবস্থা নেয়া, খোলা ট্রাকে বালু পরিবহন বন্ধে মোবাইল কোর্ট, উপজেলার বিভিন্ন স্থানে মাদকের ওপর নিয়মিত অভিযান চালিয়ে মাদককারবারী ও সেবীদের গ্রেফতার, চুরি, ফুটপাত থেকে চাঁদা আদায় বন্ধ করা, মাদকদ্রব্য বেচাকেনা এবং সেবন বন্ধে সচেতনতা বাড়াতে প্রচার প্রচারণা করা সহ উপজেলার আইন-শৃঙ্খলা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা এবং সেগুলো বাস্তবায়ন করা নিয়ে আলোকপাত করা হয়।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪, ২০১৯ - ২০২৫। সর্বস্বত্ব সংরক্ষিত।