Friday, August 22, 2025

ফুলবাড়ীতে কালবৈশাখীতে বিশাল বটগাছ উপড়ে পড়ল, ল’ণ্ডভ’ণ্ড ১০ দোকান

Date:

Share post:

আরিফুল ইসলাম আরিফ, ফুলবাড়ী (কুড়িগ্রাম) :

কুড়িগ্রামের ফুলবাড়ীতে শনিবার দিবাগত রাতে প্রবল কালবৈশাখী ঝড় আঘাত হানে। ঝড়ের তাণ্ডবে উপজেলার বড়ভিটা বাজারের মাঝখানে থাকা বিশালাকৃতির প্রায় ৬০ বছরের পুরনো একটি বটগাছ উপড়ে পড়ে। এতে বাজারের অন্তত ১০টি দোকান লণ্ডভণ্ড হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিক হিসাব অনুযায়ী ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লক্ষ টাকা।

বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে আকস্মিকভাবে ঝড় শুরু হয়। ঝড়ের আঘাতে বিশাল বটগাছটি দোকানঘরের উপর উপড়ে পড়ে। সৌভাগ্যক্রমে দোকানঘরের ভেতরে থাকা লোকজন বের হতে সক্ষম হলেও অন্তত ১০টি দোকান মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। বেশিরভাগ দোকানের মালামালও সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এখন দিশেহারা।

বাজারের ঔষধ ব্যবসায়ী এরশাদুল হক বলেন,
“আমার ঔষধের দোকানের উপর গাছ পড়ে সবকিছু ধ্বংস হয়ে গেছে। কিছুই অবশিষ্ট নেই। কিভাবে এই ক্ষতি কাটিয়ে উঠবো, বুঝতে পারছি না।

চায়ের দোকানদার ইব্রাহিম খলিল বলেন,
আমার চায়ের দোকানটি পুরোপুরি ভেঙে গেছে। দোকানের আয় দিয়েই সংসার চলত। এখন কিভাবে চলবো, জানি না।

মুদি দোকানি এমদাদুল বলেন,
দোকান ঘরটি গাছের নিচে চাপা পড়ে একেবারে চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। চাল-ডালসহ সব মালামাল বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে গেছে। এমনকি দোকানের সামনে রাখা মোটরসাইকেলটিও দুমড়ে-মুচড়ে গেছে।

বড়ভিটা বাজারের ইজারাদার মকছেদুল হক জানান, ঝড়ে একটি ঔষধের দোকান, একটি চায়ের দোকান ও আটটি মুদি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশিরভাগ মালামাল নষ্ট হয়ে গেছে।

বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক খয়বর আলী মিয়া বলেন,
“ক্ষতিগ্রস্ত অধিকাংশ ব্যবসায়ীই ক্ষুদ্র ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করতেন। এখন তারা নিঃস্ব হয়ে পড়েছেন। সরকারি বা এনজিও সহায়তা ছাড়া তাদের পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব নয়।

এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহনুমা তারান্নুম জানান,
“বটগাছটি দ্রুত অপসারণের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা প্রণয়নের কাজ চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

যশোরে স্ব”র্ণের বার”সহ পা”চারকা”রী আ”টক

যশোরে স্ব"র্ণের বার"সহ পা"চারকা"রী আ"টক সোহেল রানাঃ যশোরে ৫৮৫ গ্রাম ওজনের ৫পিস স্বর্ণের বারসহ রুবেল হোসেন (৩৪) নামে এক...

রামনগর ইউনিয়ন পরিষদের জেলা প্র”শাসকের প্রতিনিধি দলে প’রিদর্শন

মোঃ ওয়াজেদ আলী,  স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলা রামনগর ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিস যশোর জেলা প্রশাসকের প্রতিনিধিরা ঘটনাস্থান...

আবারও অসুস্থ হান্নান, বাঁচতে সহযোগিতার আহবান, বিকাশ নাম্বর ০১৯৮২৪৬০৭৬২ নগদঃ ০১৭৮৯৫৫৭০০৪

নিউজ ডেক্স: আবারও অসুস্থ হান্নান, বাঁচতে সহযোগিতার আহবান মোঃ আব্দুল হান্নান (২৭), পিতা মোঃ দেলোয়ার, গ্রাম+ডাকঃ হেলাঞ্চী, মনিরামপুর,যশোর থাকেন...

অভয়নগরে প্র”তিব”ন্ধী ভ্যানচালক লিমন হ/ত্যার মূল র”হস্য উ”দঘা”টন, গ্রে”ফ’তা”র ৪

অফিস ডেস্ক: যশোরের অভয়নগরে প্রতিবন্ধী ভ্যানচালক লিমন শেখ (২৬) হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় মূল আসামীসহ...