
লিটন সরকার, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে আরিফুল ইসলাম মুন্না ওরফে আকিদুল ইসলাম (২২) নামে এক অটোভ্যান চালক হত্যার মামলায় আনুজ্জামাল ওরফে আনিস জামাল (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রৌমারী উপজেলা শহরের ভোলা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আনুজ্জামাল ওরফে আনিস জামাল উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী এলাকার মৃত নুর হোসেনের ছেলে। নিহত আরিফুল ইসলাম মুন্না (২২) ছিলেন রাজীবপুর উপজেলার সদর ইউনিয়নের বড়াইডাঙ্গী এলাকার খোকা মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় আনিস জামাল ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং হত্যাকাণ্ডের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। প্রাথমিক তদন্তে জানা যায়, আনিস জামাল এলাকায় কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। মাদক ব্যবসায়ের দ্বন্দ্বের জেরে কৌশলে আরিফুল ইসলাম মুন্নাকে ডেকে নিয়ে হত্যা করেন এবং লাশ গুমের উদ্দেশ্যে জিঞ্জিরাম নদীতে ফেলে দেন।
উল্লেখ্য, গত বছরের ২২ সেপ্টেম্বর (রবিবার) বিকেলে অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন চালক আরিফুল ইসলাম মুন্না। সেদিন রাতে বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন ২৩ সেপ্টেম্বর (সোমবার) সকালে রৌমারী সদর ইউনিয়নের বোল্লাপাড়া সীমান্ত এলাকার জিঞ্জিরাম নদীতে তাঁর লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে এবং নিহতের মামা ইয়াদ আলীর দায়ের করা অজ্ঞাত আসামি হিসেবে একটি হত্যা মামলা রুজু হয়।
রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান জানান, অটোভ্যান চালক হত্যা মামলার মূলহোতা আনুজ্জামাল ওরফে আনিস জামালকে গ্রেফতার করা হয়েছে। শনিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।