হুমায়ুন কবির, কালীগঞ্জ (ঝিনাইদহ) থেকে:
ঝিনাইদহের কালীগঞ্জে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে হিরো উমেন স্কলারশিপের (এপ্রিল-জুন সেশন) অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় কালীগঞ্জ পৌরসভার বলিদাপাড়ায় সুনিকেতন সেমিনার কক্ষে বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন ও কালীগঞ্জ ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারের যৌথ আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ নুর আলী কলেজের অধ্যক্ষ রাশেদ সাত্তার তরু, আলহাজ্ব আমজাদ আলী, ফাইজুর রহমান মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. মশিয়ার রহমান, সলিমুননেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদৌরা জামান, কোলাবাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরুণ কুমার বিশ্বাস, চাপরাইল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লিটন হোসেন এবং সুনিকেতন পাঠশালার সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব রোকেয়া খাতুন।
এছাড়াও বিকশিত নারী ও শিশু কল্যাণ সংস্থার সভানেত্রী মনোয়ারা খাতুন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম অফিসার শাহজাহান আলী বিপাশ।
এবারের এপ্রিল-জুন ২০২৫ কোয়াটারে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের স্কুল পর্যায়ের ১৯ জন এবং কলেজ পর্যায়ের ২১ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তির অর্থ বিতরণ করা হয়।
উল্লেখ্য, ২০০৩ সাল থেকে জাপানের নারী মানবতাবাদী হিরোকো কোবাইসির সহযোগিতায় কালীগঞ্জ উপজেলায় ৫০ জন এবং পঞ্চগড় জেলার বোদা উপজেলায় আরও ৫০ জন মেধাবী মেয়েকে এই স্কলারশিপ প্রদান করা হচ্ছে। স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের মাসিক ৪০০ টাকা এবং কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের মাসিক ৫০০ টাকা হারে এ অর্থ সহায়তা প্রদান করা হয়।