প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২, ২০২৫, ৩:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৬, ২০২৫, ৫:৫৬ পি.এম
সিরাজগঞ্জের বেলকুচিতে শিশুকে ধ”র্ষ’ণ চেষ্টার অ”ভিযোগে আ”টক

সিরাজগঞ্জের বেলকুচিতে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক যুবককে উদ্ধার করে নিয়ে যাচ্ছে পুলিশ।
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ১০ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে আটকের পর পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা।
শনিবার সকালে উপজেলার চালা সাতরাস্তা পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান বেলকুচি থানার এসআই আব্দুস সালাম।
আটক মো. আজমির (২৯) উপজেলা চালা সাতরাস্তা এলাকার প্রয়াত আনোয়ার হোসেনের ছেলে।
এসআই আব্দুস সালাম বলেন, “সকালে ওই শিশুটি মাদ্রাসা থেকে বাড়ি যাচ্ছিল। পথে আজমির গাছ থেকে আম পেড়ে দেওয়ার কথা বলে শিশুটিকে ডেকে নিয়ে যান।
পাশের কাশবনে নিয়ে মুখ চেপে ধরে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়। বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজন আজমিরকে ধরে পিটুনি দেয়। খবর পেয়ে তাকে উদ্ধার করে থানায় নেওয়া হয়।
এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান এসআই আব্দুস সালাম।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪, ২০১৯ - ২০২৫। সর্বস্বত্ব সংরক্ষিত।