বিক্রম সাগর, রুপদিয়া প্রতিনিধি:
তীব্র গরমে কর্মব্যস্ত কৃষকদের কষ্ট লাঘবে কচুয়ায় নেওয়া হয়েছে মানবিক উদ্যোগ। শনিবার কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য প্রভাষক আব্দুল্লাহ আল মামুন এবং সাহেব আলীর উদ্যোগে শতাধিক কৃষক ও শ্রমজীবী মানুষের মাঝে খাবার পানি ও ওরস্যালাইন বিতরণ করা হয়।
প্রচণ্ড রোদে মাঠে কাজ করতে গিয়ে দুর্বল হয়ে পড়ছেন অনেক কৃষক। তাদের কথা চিন্তা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা। স্যালাইন ও ঠাণ্ডা পানি পেয়ে খুশি কৃষকরা জানান, এমন সহযোগিতা আগে কেউ করেনি। এই উদ্যোগকে তারা আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন।
এমন মানবিক কর্মকাণ্ডে এলাকাবাসীর মধ্যে প্রশংসার সুর উঠেছে। স্থানীয়রা বলছেন, এই ধরনের কাজ অনুপ্রেরণা জোগাবে অন্যদেরও।