
মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
যশোর সদর উপজেলার সতীঘাটা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বাংলাদেশ মুজাহিদ কমিটি, রামনগর ইউনিয়ন শাখার উদ্যোগে এক বিশাল ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বাদ আসর এই মাহফিলের আয়োজন করা হয়।
ওয়াজ মাহফিল ও হালকা জিকির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বয়ান প্রদান করেন শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম (দাঃ)। বিশেষ অতিথি হিসেবে বয়ান করেন মাওলানা মুফতি ইউনুস আহমেদ সাহেব ও মুফতি ওবায়দুল্লাহ বাসি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়ব হোসেন, ছদর মোঃ ইকবাল হোসেন ইকু, যশোর জেলা মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন প্রমুখ।
ওয়াজ মাহফিলটি সফলভাবে সম্পন্ন করতে যশোর জেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ মুজাহিদ কমিটির রামনগর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক মাস্টার নুর ইসলাম। এছাড়াও ইসলামী আন্দোলন কমিটির সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন এবং সহযোগী ইসরাফিল হোসেন কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।