Friday, December 5, 2025

নড়াইলে অ”বৈধ বঙ্গবন্ধু হকার্স মার্কেট উ”চ্ছেদ নোটিশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Date:

Share post:

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি :

২৪ এপ্রিল (বৃহস্পতিবার) সকালে মার্কেটে মালিক পক্ষের আয়োজনে এ মানব বন্ধন ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  এ-সময় মানববন্ধন চলাকালে সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য পাঠ করেন হকার্স মার্কেটের সভাপতি মাসুম জমাদ্দার।

লিখিত বক্তব্যে বলা হয়,দীর্ঘ ২১ বছর ধরে আমরা সরকারি জায়গা দখল করে ব্যবসা করে আসছি। এ অবস্থায় শহরের ভিতর দিয়ে ফোরলেন রাস্তা ও ড্রেন নির্মান কাজ শুরু হলে ব্যবসায়ীরা নিজ উদ্যোগে তাদের ব্যবসায়ি প্রতিষ্ঠান সরিয়ে নেন। সে সময় তৎকালিন জেলা প্রশাসকের নিকট পুনঃবাসনের দাবি জানালে তিনি মৌখিক ভাবে জানান এ কাজ শেষ হলে রাস্তার পার্শ্বে  হকার্স মার্কেটের আওতাধীন অবশিষ্ট  জায়গা যদি থাকে তাহলে সেখানে ক্ষতিগ্রস্থ দোকানীদের পুনঃবাসন করা হবে।

জেলা প্রশাসক মহোদয়ের কথায় আশ্বস্ত হয়ে আমরা নির্মান কাজ শেষ হওয়ার পর নিজ খরচে রাস্তার অবশিষ্ট জায়গায় খুপড়ি দোকান ঘর নির্মান করে ব্যবসা পরিচালনা করে আসছি। কিন্তু একটি কুচক্রী মহল অনৈতিক সুবিধা আদায়ে ব্যর্থ হয়ে বিভিন্ন মহলে ভুয়া তথ্য দিয়ে আমাদের উচ্ছেদের পায়তারা করছে।

এমনকি সাংবাদিক ভাইদের ভুল বুঝিয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচার করিয়েছে। জেলা প্রশাসকের কাছে মিথ্যা অভিযোগ দায়ের করে জেলা প্রশাসক মহোদয়কে বিভিন্ন মহল থেকে নিয়মিত চাপ প্রয়োগ করছে। এই মার্কেটে আগে যারা ব্যবসা পরিচালনা করতো বর্তমানেও তারা ব্যাবসা করছে।

এখানে কোন প্রকার অর্থের বিনিময়ে কাউকে কোন দোকান ঘর দেয়া হয়নি। অর্থ আত্মসাতের বিষয়ে যে সব অভিযোগ করা হয়েছে তা আদৌ সত্য নয়।

সেহেতু উক্ত মার্কেট রক্ষার্থে সাংবাদিকদের মাধ্যমে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন এ মার্কেট যেন উচ্ছেদ না করা হয়।

এ সময় হকার্স মার্কেটের সাধারণ সম্পাদক লিটন মোল্যা, সদস্য মরফু, ফিরোজ, মলয়, মনুসহ অন্যান্য ব্যবসায়িগণ, বিভিন্ন  প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

রূপসী বাংলা ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: খুলনা রেলওয়ে জেলার বেনাপোল রেলওয়ে পুলিশ ফাঁড়ির আওতাধীন নাভারণ এলাকায় রূপসী বাংলা ট্রেনে কাটা পড়ে তৌহিদুল ইসলাম...

বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দী’র্ঘায়ু কা’মনায় মনিরামপুরে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক: মনিরামপুর, যশোর, ৪ ডিসেম্বর ২০২৫: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ারের আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনায়...

যশোর-৫ এ বিএনপির প্রার্থী এডভোকেট শহীদ ইকবাল ঘোষিত

এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ সমস্ত জল্পনা-কল্পনার অবসান শেষে সংসদীয় আসন যশোর ৫ মণিরামপুরে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়ন বরাদ্দের কেন্দ্রীয়...

রামনগরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র  সুস্থতা ও দী’র্ঘয়ু কা’মনায়  দোয়া – মোনাজাত অনুষ্ঠিত

মোঃ ওয়াজেদ আলী,  স্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ  সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় রামনগর...