প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২, ২০২৫, ৮:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৩, ২০২৫, ১১:২৬ পি.এম
কালীগঞ্জে রাস্তার দু’পাশ ভরে যাচ্ছে বি”ষাক্ত পার্থেনিয়াম গাছে

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের রাস্তার দু’পাশ বিষাক্ত পার্থেনিয়াম গাছে ভরে গেছে। গাছটি দেখলে মনে হবে অযত্ন আর অবহেলায় বেড়ে উঠা সাধারন উদ্ভিদ । এর ফুলগুলো দেখলে মনে হবে অনন্য ও অসাধারন । তবে এই ফুলেই লুকিয়ে আছে সেস্কুটার্পিন ল্যাকটোন জাতিয় বিষাক্ত পদার্থ “পার্থেনিন” । গাছের মায়াবি ফুলের রেনু বা বীজ নাকে প্রবেশ করলে হাপানি , জ্বর , শ্বাসকষ্টসহ একাধিক রোগ হতে পারে । বিষাক্ত এ উদ্ভিদ সম্পূর্নটাই ক্ষতিকর । যাদের শরীরে এলার্জি আছে এ গাছের রস তাদের শরীরে লাগলে ক্যান্সার পর্যন্ত হতে পারে ।
এ ছাড়া এ গাছ গরু ছাগলসহ অন্যান্য পশু খেলে তাদের মুখে ও যকৃতে পচনসহ নানা রোগের সৃষ্টি করে । এর পুষ্পরেনু বেগুন, টমেটো, মরিচের মতো সবজি উৎপাদন ব্যাহত করে। মাটিতে নাইট্রোজেন আবদ্ধকরনের প্রক্রিয়াও ব্যাহত করে। কালীগঞ্জ উপজেলার সিংগী গ্রামের কৃষক তহিদুল ইসলাম জানান , এ গাছ ক্ষতিকর এটা জানতাম না ।
আমাদের গরু ছাগলে প্রতিনিয়ত এ গাছ খায় । ক্ষতিকর এ গাছটি নিয়ে কৃষকদের সচেতনায় কাজ করছেন জানিয়ে কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি বলেন , বিশেষ করে চাষিদের জন্য পার্থেনিয়াম গাছ বেশি ক্ষতিকর ।
ফসলের সাথে অনেক সময় এ গাছ কাটা পড়ে , সেময় গাছটির নিসৃত রস শরীরে লেগে ক্ষতি হতে পারে । আমরা কৃষকসহ সবাইকে সচেতন করার জন্য কাজ করছি ।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪, ২০১৯ - ২০২৫। সর্বস্বত্ব সংরক্ষিত।