
সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি: নড়াইল লোহাগড়া উপজেলার কাশীপুর ইউনিয়নে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির সভাপতি মিরাজ ফকিরের উপর হামলা করে হাতের কব্জী কেটে ফেলেছে প্রতিপক্ষ রা।
২২ এপ্রিল (মঙ্গলবার) দুপুরে এ হামলার শিকার হন ওই বিএনপি নেতা। এসময় আরো চারজনকে কুপিয়ে জখম করে দূর্বৃত্তরা।
সূত্রে জানা যায়, সারুলিয়া গ্রামে বিএনপি নেতা মিরাজ ফকির তার বাড়ির সামনের রাস্তায় পেয়ে দূর্বৃত্তরা ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে ডান হাতের কব্জী কেটে ফেলে এবং শরীরের বিভিন্ন অংশ কুপিয়ে জখম করে। এসময় তাকে ঠেকাতে আসলে ইমরান ফকির (৫০), শিলা বেগম (২০) সহ জামাল ফকিরের স্ত্রী ডালিয়া (৪৭) কে কুপিয়ে জখম করে দূর্বৃত্তরা।
মারাত্বক জখম অবস্থায় গ্রামবাসীরা তাদের উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য নিয়ে আসলে মিরাজ ফকিরের অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় হস্তান্তর করা হয়ছে। বাকিরা নড়াইলে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় প্রতিপক্ষ বাদশা কাজী ও রওশন কাজীকে বাড়িতে পাওয়া যায় নাই। তবে বাদশাহ কাজীর মেয়ের কাছে জানতে চাইলে তিনি বলেন মিরাজ ফকির সহ তার লোকজন রওশন কাজীর উপর আগে হামলা চালিয়েছিলো।
এ বিষয়ে লোহাগড়া থানার ওসি মোঃ আশিকুর রহমান এর কাছে জানতে চাইলে তিনি সাংবাদিক দের জানান, আমরা দোষীদের আটকের চেষ্টা করছি।
উল্লেখ্য, পূর্বে আওয়ামীলীগ সরকারের আমলে দূর্বৃত্তরা মিরাজ ফকিরের একটি পা কেটে ফেলেছিলো। আজ আবার সন্ত্রাসীরা কুপিয়ে তার ডান হাতের কব্জি কেটে নিয়েছে। #
নড়াইল প্রতিনিধি,
২২-০৪-২০২৫ মঙ্গলবার
০১৭১৬২২৫৫১১