
বিক্রম সাগর, রুপদিয়া প্রতিনিধি:
যশোর সদর উপজেলার কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি প্রভাষক মো. আব্দুল্লাহ আল মামুনকে বিদ্যালয় প্রাঙ্গণে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থীরা, অভিভাবক, এলাকাবাসী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর-এর বিদ্যালয় পরিদর্শক ড. কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবু মুছা, পূর্ব বসুন্দিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের, সমাজসেবক মশিয়ার রহমান খান এবং সাবেক ইউপি সদস্য মো. আমীর হোসেন। উপস্থিত ছিলেন সরকারি এম এম কলেজ, যশোর-এর রসায়ন বিভাগের প্রভাষক সজীব কুন্ডু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি প্রভাষক মো. আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক আলমগীর হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ইশারত মোল্যা, রাজ্জাক মোল্যা, ওলিয়ার মেম্বর, ওয়াহেদ, আনোয়ার হোসেন, তৌহিদুল ইসলাম, মো. জিন্নাহ, সাহেব আলী, সাইফুল গাজী, ভুট্টো, রনি, তুহিন ও আজমীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভাপতি তাঁর বক্তব্যে কচুয়া মাধ্যমিক বিদ্যালয়কে একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। এমন একজন উদ্যমী ও শিক্ষানুরাগী সভাপতিকে পেয়ে বিদ্যালয় পরিবার ও এলাকাবাসী গর্বিত ও আনন্দিত।