
হুমায়ুন কবির, কালীগঞ্জ,ঝিনাইদহ :
ঝিনাইদহের কালীগঞ্জ শহরের ঢাকালে পাড়া থেকে ৪৫ লিটার চোলাই মদসহ শিখা রানী (৪৬) নামের এক নারীকে আটক করেছে যৌথ বাহিনী । আটক শিখা রানী ঢাকালে পাড়ার উত্তম দাসের স্ত্রী ।
কালীগঞ্জ থানা পুলিশ জানায় , সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যার পর যৌথ বাহিনীর অভিযানে শিখা রানীর শয়ন কক্ষের খাটের নিচ থেকে ৬০ বোতল চোলাই মদ উদ্ধার করা হয় । যেখানে ৫০ টি ৫০০ মিলিলিটার বোতলে ২৫ লিটার ও ১০ টি ২ লিটার বোতলে ২০ লিটার মোট ৪৫ লিটার চোলাই মদ ছিল ।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন,কালীগঞ্জকে মাদক মুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে আটক শিখা রানীকে আদালতে প্রেরন করা হবে বলেও তিনি যোগ করেন।