
এমদাদুল হক মনিরামপুর, প্রতিনিধিঃ
ঢাকুরিয়া কলেজে আজ এক বর্ণাঢ্য পরিবেশে অনুষ্ঠিত হলো এড হক কমিটির নবনিযুক্ত সভাপতি জনাব ফজলুর রহমানকে বরণ অনুষ্ঠান। তিনি মনিরামপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং থানা জামায়াতের আমির হিসেবে পরিচিত। প্রথমবারের মতো কলেজ পরিদর্শনে এসে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
তাঁর আগমনে কলেজ প্রাঙ্গণ পরিণত হয় উৎসবমুখর পরিবেশে। কলেজের অধ্যক্ষ বাবু তাপস কুমার কুন্ডু, শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে স্বাগত জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকুরিয়া জামায়াতের আমির জনাব বোরহানউদ্দিন, ডা. হাবিবুর রহমান, মনিরামপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ জাকির হোসেন, ঢাকুরিয়া বাজার কমিটির সেক্রেটারি আবিদুর রহমান টুকুনসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজনে বিশেষভাবে স্মরণ করা হয় কলেজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখা অধ্যক্ষ বাবু তাপস কুমার কুন্ডুর পিতা, মরহুম বাবু মনোরঞ্জন কুন্ডুকে। তিনি ছিলেন একজন সৎ, আদর্শবান ও দানশীল ব্যক্তি। ঢাকুরিয়া কলেজ প্রতিষ্ঠার জন্য তিনি প্রায় তিন বিঘা জমি দান করেন, যার বর্তমান বাজারমূল্য কোটি টাকারও বেশি। তার এই মহান দানে ১৯৯৯ সালে কলেজটির পথচলা শুরু হয়।
বর্তমান অধ্যক্ষ বাবু তাপস কুমার কুন্ডু নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কলেজ পরিচালনায় নিয়োজিত। জানা যায়, আনুমানিক দুই বছর আগে কলেজটি এমপিওভুক্ত হলেও তিনি এখনও নিয়মিত বেতন-ভাতা পাচ্ছেন না। চাকরির বয়স আর মাত্র চার বছর থাকায় তার পেনশন পাওয়ার সম্ভাবনাও অনিশ্চিত। তবুও তিনি কলেজের উন্নয়নে নিজেকে নিবেদিত রেখেছেন।
অনুষ্ঠানে বক্তারা অধ্যক্ষের নিরলস ত্যাগ ও নবনিযুক্ত সভাপতি জনাব ফজলুর রহমানের অভিজ্ঞ নেতৃত্বের প্রশংসা করেন। এলাকাবাসী আশাবাদ ব্যক্ত করেন—এই দুই নেতার সমন্বয়ে ঢাকুরিয়া কলেজ এগিয়ে যাবে উন্নয়নের নতুন পথে।