হুমায়ুন কবির, কালীগঞ্জ (ঝিনাইদহ)
ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশের অভিযানে নড়াইল জেলা থেকে একটি ইজিবাইকসহ চোর চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ১১টা ৩০ মিনিটে কালীগঞ্জ থানার এসআই রানা প্রতাপের নেতৃত্বে নড়াইল পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন—পিরোজপুর জেলার নজিরপুর থানার মধ্যরামনগর গ্রামের মৃত মালেক শেখের ছেলে রুমাস শেখ (২৯) এবং যশোর জেলার বেনাপোল থানার ভবেরবেড় গ্রামের জুয়েল উদ্দিন শেখের ছেলে সুজন উদ্দিন (২৭)।
তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় দেবেন্দ্রনাথ অধিকারীর দায়ের করা একটি মামলা রয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, “আমাদের সোর্সের মাধ্যমে তথ্য পেয়ে অভিযান পরিচালনা করে ইজিবাইকসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। চুরি ও ছিনতাই রোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।