
ভালোবাসার নরম ছোয়া
মুহাঃ মোশাররফ হোসেন
তোমার চোখে অনেক মায়া
হাতে আছে নরম ছোঁয়া,
তোমার ভালবাসার গল্প
যেনো এক রঙিন খেয়া।
পুকুর পাড়ে বসে আছো
গম্ভীরভাবে চুপচাপ দুজন,
তোমার হৃদয় জুড়ে বাজে
প্রেমের পিয়ানোর টোন।
চুলে লাগে যেনো হাওয়া
মুখেতে তোমার মিষ্টি হাসি,
তুমি বললে ধীরে ধীরে
তোমায় ভালোবাসি, ভালোবাসি।
আকাশে সূর্য ডুবে যায়
সন্ধ্যা নামে ধীরে ধীরে,
শুধু ভালোবাসা রয়ে যায়
দু’টি হৃদয়ে ঘিরে।