জাবির আহম্মেদ জিহাদ (জামালপুর প্রতিনিধি):
জামালপুরের ইসলামপুর উপজেলার জে.জে.কে.এম গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ও চলমান এসএসসি পরীক্ষার্থী মোহনা তানজিন মৌ (ডাকনাম মিষ্টি) এর পায়ে রাজধানীর জাতীয় পঙ্গু হাসপাতালে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
গতকাল ১৭ এপ্রিল (বৃহস্পতিবার) ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ইসলামপুর পৌর শহরের মার্কাস মসজিদের পাশে দুটি ট্রাক ও একটি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে গুরুতর আহত হন মিষ্টি। দুর্ঘটনায় তার দুই পা ভেঙে যায়, যার মধ্যে একটি পায়ের অবস্থা ছিল অত্যন্ত সংকটজনক।
স্থানীয়রা মিষ্টিকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে পরবর্তীতে ঢাকার জাতীয় পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানেই (১৮ এপ্রিল) শুক্রবার বিকেলে চিকিৎসকদের তত্ত্বাবধানে তার পায়ে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। এ সময় হাসপাতালে উপস্থিত হয়ে খোঁজখবর নেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এ এস এম আব্দুল হালিম।
এই দুর্ঘটনায় এলাকাজুড়ে শোক ও উদ্বেগের ছায়া নেমে আসে। বর্তমানে তার পরিবার, শিক্ষক, সহপাঠী ও স্থানীয়রা মিষ্টির দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।