Tuesday, July 15, 2025

ইউএনও নেই ১০ মাস, ভোগান্তিতে সাধারণ মানুষ

Date:

Share post:

মিঠু মুরাদ, পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার গত প্রায় ১০ মাস ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদটি শূন্য থাকায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। এ অবস্থায় ব্যাহত হচ্ছে দাপ্তরিক কাজকর্ম। গুরুত্বপূর্ণ প্রশাসনিক কর্মকাণ্ডে দেখা দিয়েছে স্থবিরতা। সঠিকভাবে তদারকি হচ্ছে না বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড। এতে বিপাকে পড়েছে সেবা নিতে আসা সাধারণ মানুষ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ উপজেলায় নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছিলেন সাইফুল রহমান ।
বদলিজনিত কারণে তিনি গত মে ২০২২ কর্মস্থল থেকে বিদায় নেন। তাঁর বিদায়ের পর জনপ্রশাসন মন্ত্রণালয় আর কাউকে পদায়ন করা হয়নি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতিরিক্ত দায়িত্ব হিসেবে ভারপ্রাপ্ত ইউএনওর দায়িত্ব পালন করছেন। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা পর্যায়ে প্রায় বেশ কয়েকটি সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে জড়িত আছেন। এ ছাড়াও তিনি পাটগ্রাম উপজেলার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বও পালন করেন। ইউএনও না থাকায় এসব কার্যক্রম ব্যাহত হচ্ছে। উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনের দায়িত্ব থাকলেও ইউএনও না থাকায় সেটিও হচ্ছে না ঠিকভাবে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সরকারি কর্মকর্তা বলেন, ‘গত ১০ মাস ধরে ইউএনও স্যার নাই। ইউএনও না থাকায় এসিল্যান্ড স্যার দায়িত্ব পালন করতেন। এসিল্যান্ড স্যার দেওয়া হলেও ইউএনও না থাকলে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের কাজ করতে সমস্যায় পড়তে হয়।’ এ বিষয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, মোহাম্মদ উল্যাহ জানান, জেলায় পাটগ্রাম উপজেলায় ইউএনও পদ খালি আছে। আশা করছি খুবই দ্রুততম নতুন ইউএনও চলে আসবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শহিদুল শিক্ষা নিলয় থেকে এসএসসি-২০২৫ পরীক্ষায় অভাবনীয় সাফল্য!

মোঃ আল ইমরান, নিজস্ব প্রতিবেদক: গত ১০ জুলাই ২০২৫ দুপুর ০২ ঘটিকায় প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে শহিদুল শিক্ষা নিলয়...

এসএসসি পরীক্ষায় আল-মুছিম স্কুল অ্যান্ড কলেজের সাফল্য

আবদুল কাদির জীবন, সিলেট : প্রতিবছরের মতো এবারো এসএসসি পরীক্ষা-২০২৫ এর ফলাফলেও প্রশংসনীয় সাফল্যের ধারা অব্যাহত রেখেছে সিলেট...

আশার সহযোগিতায় জলাবদ্ধ জায়গায় ভাসমান বেডে সবজি চাষে সফলতার স্বপ্ন রোকেয়ার

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোরের কেশবপুর উপজেলার মধ্যকুল গ্রামের নারী উদ্যোক্তা রোকেয়া বেগম ভাসমান পদ্ধতিতে সবজি চাষ করে...

যশোরে প্রাইভেট ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, যশোর: যশোরে কর্মরত বেসরকারি পর্যায়ের প্রাণী চিকিৎসকদের সংগঠন ‘প্রাইভেট ভেটেরিনারি অ্যাসোসিয়েশন অফ যশোর’-এর নতুন কমিটি গঠিত হয়েছে।...