নিষিদ্ধ ভালোবাসা
মোঃ রাকিব হোসেন
চোখে চোখে কথা হয়
তবুও মুখে নীরবতা,
হৃদয়ে জমে থাকে
না বলা ভালোবাসার ব্যথা।
প্রতিদিনের দেখা
প্রতিদিনের হাসি,
তবুও এক অদৃশ্য দেয়াল
ভালোবাসায় যেন ফাঁসি।
তুমি আছো কাছে
তবুও কেন মনে হচ্ছে দূরে,
মন চায় একটু ছুঁতে
কিন্তু বাঁধা সুরে।
এই প্রেম নিষিদ্ধ
সমাজের চোখে,
তবুও হৃদয় মানে না
ভালোবাসা বুকে।
রাতের নিস্তব্ধতা
দিনের আলো,
সবখানে খুঁজি তোমায়
ভালোবাসার ছায়া ফলো।
এই প্রেমের গল্প
না বলা কথা,
নিষিদ্ধ ভালোবাসা
তবুও হৃদয়ে গাঁথা।