
মোঃমাসুদ আলম, ব্যুরো চীফ রাজশাহী:
মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক ও কেয়ারটেকারদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল ) গোদাগাড়ী উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কমপ্লেক্সে বেলা ১১টায় ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা শিক্ষক/শিক্ষিকা ও কেয়ারটেকারদের মাসিক সমন্বয়
সভা হয়েছে। উপজেলা ফিল্ড সুপার ভাইজার মুসলেহুদ্দীন নূরুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলার নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ ।
বিশেষ অতিথি ছিলেন গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রুহুল আমিন, উপজেলা নির্বাহী প্রকৌশলী মোঃ মুনসুর আলী
সমন্বয় সভায় প্রধান অতিথি বলেন বর্তমানে গোদাগাড়ীতে মাদক ও বাল্যবিবাহ প্রকট আকার ধারণ করেছে।আপনারা ইমাম সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তি।কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা দেওয়ার পাশাপাশি আপনাদের সামাজিক কিছু দায়িত্বও রয়েছে। খুতবায় মাদকের ভয়াবহতা ও বাল্য বিবাহ রোধের জন্য জনসচেতনতা সৃষ্টি করবেন। মাদক সেবন করিদের ব্যক্তিগতভাবে কাউন্সিলিং করবেন।
আপনার এলাকায় বাল্য বিবাহ হলে সে বিয়ে পড়াবেন না। সাথে সাথে আমাদেরকে জানাবেন। আপনারা এগিয়ে আসলেই এসব সমস্যা দূর হবে বলে আমি আশাবাদী।