
নিজস্ব প্রতিবেদক:
যশোরের মনিরামপুরে পৌর ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল জাঁকজমক ভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে। মনিরামপুর বয়েজ স্পোর্টিং ক্লাবের আয়োজনে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
এ টুর্নামেন্টে ৮ টি দল অংশ গ্রহণ করে। সেমিফাইনালে তাহেরপুর কে হারিয়ে ফাইনালে মনিরামপুর কামালপুর ৩ নং ওয়ার্ড। অপরদিকে সেমিফাইনালে মোহনপুরকে হারিয়ে জুড়ানপুর ৬ নং ওয়ার্ড ফাইনালে।
আগামী ১৮ ই এপ্রিল শুক্রবার মনিরামপুর পাইলট স্কুল মাঠে বিকাল ৩ টায় শক্তিশালী ৩ নং ওয়ার্ডের মুখোমুখি হবে শক্তিশালী ৬ নং জুড়ানপুর ওয়ার্ড। এর আগে লীগ ভিত্তিক পয়েন্ট টেবিলে জুড়ানপুরের সাথে এক বার মুখোমুখি হয়ে মনিরামপুর ৩ নং ওয়ার্ড হেরে যায়। ফাইনাল সম্পর্কে মনিরামপুর ৩ নং ওয়ার্ডের ক্যাপ্টেন সবুজ বিশ্বাস বলেন, আমরা সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছি।
অতীতের ভুল গুলো সুধরে নিতে পারলেই আমরা বিজয়ী। জয়ের ব্যাপারে আমরা আশাবাদী।ফাইনাল সম্পর্কে জুড়ানপুর ওয়ার্ডের ক্যাপ্টেন মিঠুন কুমার কর বলেন, আমরা জয়ের ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করবো। বিজয়ের জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছি।
খেলায় ধারাভাষ্যকার এর দায়িত্ব পালন করবেন আন্তর্জাতিক মানের ধারাভাষ্যকার মাসুম বিল্লাহ।মনিরামপুর পৌর ক্রিকেট টুর্নামেন্ট এর আয়োজক জাহিদ হাসান টুকুন বলেন, মনিরামপুর পৌর ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য যুব সমাজকে মাদক মুক্ত করা ও মাঠে খেলার ধারাবাহিকতা বজায় রাখা। আমরা আশাবাদী জমকালো আয়োজনে জাঁকজমক ভাবে ফাইনাল ম্যাচটি সমাপ্তি হবে।এজন্য সকলের কাছে সহযোগিতা চাই।